Tripura News: নাবালিকার উপর নির্মম অত্যাচার, ফের গণ ধর্ষণের অভিযোগ
Tripura: এবার ত্রিপুরায় গণধর্ষণের শিকার নাবালিকা। জানা গিয়েছে, ছোট ভাইয়ের জন্য চিপস কিনতে দোকানে গিয়েছিল।
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ফের গণ ধর্ষণের অভিযোগ। এবার প্রতিবেশী রাজ্যে। ত্রিপুরায় (Tripura News) ধর্ষণের অভিযোগ নবম শ্রেণির ছাত্রীকে। যা নিয়ে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় গতকাল রাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এবার ত্রিপুরায় গণধর্ষণের শিকার নাবালিকা। জানা গিয়েছে, ছোট ভাইয়ের জন্য চিপস কিনতে দোকানে গিয়েছিল। অভিযোগ সেখান থেকে অভিযুক্তরা জোর জবরদস্তি বাইকে করে জঙ্গলে নিয়ে যায় নবম শ্রেণী পড়ুয়াকে। সেখানেই পাশবিক অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলে ওই ছাত্রী। তাকে মৃত ভেবে জঙ্গলে ফেলে চলে আসে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে উওর জেলার পানিসাগর মহকুমায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। প্রথমে তাকে একটি প্রাথমিক হাসপাতাল পরে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আর জি কর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল এরাজ্য। যার আঁচ পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার পড়শি রাজ্যে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। রাতেই পানিসাগর উত্তর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। ঘটনায় দুই অভিযুক্ত হুসমান আলি ওরফে তাজেল (২৩) ও আয়াজ উদ্দিন (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত আয়াজ উদ্দিনের মা মীনা বেগম বর্তমান শাসক দলীয় রৌয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।
এদিকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর গানে, স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া, কবিতাও। সেই সব ছড়া থেকেই নতুন স্লোগান তৈরি করেছেন তাঁরা। আন্দোলকারীদের সঙ্গে যোগ দেন সঙ্গীত শিল্পী লগ্নজিতাও। গতকাল রাতের পরে আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা। এদিন দুপুর গড়াতে বৃষ্টি নামে ঝমঝমিয়ে। তাতে পিছু হটেননি আন্দোলনকারীরা। বৃষ্টিতে ভিজেই চলতে থাকে স্লোগান। জুনিয়র ডাক্তারদের জন্য ব্যবস্থা করা হয় ত্রিপলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Junior Doctors Agitation: ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে বসে, ধর্নাস্থলে ফিরলেন জুনিয়র ডাক্তাররা