এক্সপ্লোর
আদিত্যনাথকে হুমকি মেসেজ, গ্রেপ্তার ট্রাকচালক
জানা গিয়েছে, ইন্টিগ্রেটেড পুলিশ সার্ভিসের এমার্জেন্সি নম্বর ইউপি ১১২-তে সেভ হয়ে রয়েছে দিন তিনেক আগে ওই ট্রাক চালকের পাঠানো হুমকি মেসেজগুলি। তাতে বলা হয়েছে আনসারিকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে রাজ্য সরকারকে ‘উড়িয়ে’ দেওয়া হবে।
নয়াদিল্লি:মাফিয়াগিরি থেকে রাজনীতিতে আসা মুখতার আনসারিকে জেল থেকে মুক্তির দাবি জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীকে হুমকি দেওয়ায় এটাওয়া গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাক চালককে।আনসারি এবং তার দলবলের বিরুদ্ধে যোগী সরকার যখন কড়া পদক্ষেপ গ্রহণ করে চলেছে সেই সময়ে ঘটে গেল এমন ঘটনা।
জানা গিয়েছে, ইন্টিগ্রেটেড পুলিশ সার্ভিসের এমার্জেন্সি নম্বর ইউপি ১১২-তে সেভ হয়ে রয়েছে দিন তিনেক আগে ওই ট্রাক চালকের পাঠানো হুমকি মেসেজগুলি। তাতে বলা হয়েছে আনসারিকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে রাজ্য সরকারকে ‘উড়িয়ে’ দেওয়া হবে।গত বুধবার সকাল ৯টা ৫৬ মিনিট থেকে ১০টা ১১ মিনিট পর্যন্ত তিনবার এই মর্মে মেসেজ এসেছে।
এতবার মেসেজ আসার পরই তড়িঘড়ি তল্লাশি শুরু করে পুলিশ। মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে দেখা যায় এটওয়া জেলা থেকে অমর পল নামে একজন মেসেজগুলি করেছে। পুলিশ খোঁজ নিয়ে জানে সে পেশায় ট্রাক চালক। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে এই কাজে কারা ইন্ধন জুগিয়েছে, আরও কারা কারা এ রকম হুমকি দিতে পারে, খোঁজ নিচ্ছে পুলিশ। অন্য এক মেসেজের ঘটনায় হজরতগঞ্জ থানায় এক অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ পাঠানোর জন্য গোন্ডা জেলা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেটা গত ১২ জুনের ঘটনা।মুখ্যমন্ত্রীর বাড়ি-সহ মোট পঞ্চাশটি বাড়ি ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement