Trump Tariffs China: চিনের উপর এবার ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প! একাধিক দেশকে প্রস্তাব
ভারত ও চিনের উপর শুল্ক আরোপ করতে জি-৭ এর অন্তর্ভুক্ত সদস্য দেশগুলিকে অনুরোধ করল ট্রাম্প।

নয়া দিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ন্যাটো দেশগুলিকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং তার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিয়েছেন, একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চিনের উপর ৫০-১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রাণপণ চেষ্টা শুরু করেছেন মার্কিন প্রধান ডোনাল্ড ট্রাম্প। তাই এবার ভারত ও চিনের উপর শুল্ক আরোপ করতে জি-৭ এর অন্তর্ভুক্ত সদস্য দেশগুলিকে অনুরোধ করল ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ কারণ মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ভারতীয় তেল ক্রয়ের উপর ২৫ শতাংশ শুল্কও রয়েছে, কিন্তু চিনের বিরুদ্ধে একই রকম পদক্ষেপ নেননি।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, জি৭ গোষ্ঠীর দেশগুলি অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং ব্রিটেনের উপর শুল্ক চাপানোর জন্য চাপ বৃদ্ধি করছে আমেরিকা। ওই প্রতিবেদন অনুসারে, ট্রাম্প মনে করছেন রাশিয়ার উপর কোনোভাবে আর্থিক চাপ বৃদ্ধি করতে পারলেই যুদ্ধবিরতির দিকে নজর দেবে তারা।
ওই আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে আজ শুক্রবারই জি৭-দেশগুলির অর্থমন্ত্রীরা ভার্চুয়াল মাধ্যমে ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে আলোচনায় বসবেন। প্রতিবেদনে এক মার্কিন অর্থ দফতরের আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, আমেরিকা মনে করে চিন এবং ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার মদত যোগাচ্ছে। যার ফল ইউক্রেনে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু। তাই এবার যুদ্ধ বন্ধ করতে মরিয়া ট্রাম্প জি৭-এর সমস্ত দেশকে আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও প্রস্তাব করেন যে ন্যাটো মস্কোর উপর চিনের প্রভাব কমাতে চিনের উপর উচ্চ শুল্ক আরোপ করবে। ডোনাল্ড ট্রাম্পের কথায়, 'আমি বিশ্বাস করি যে এটি, এবং ন্যাটো, একটি দল হিসেবে, রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরে চীনের উপর ৫০% থেকে ১০০% শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে, এই মারাত্মক, কিন্তু হাস্যকর যুদ্ধের অবসানেও অনেক সাহায্য করবে। রাশিয়ার উপর চিনের একটি শক্তিশালী নিয়ন্ত্রণ করে।'
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল আমদানি করার অপরাধে ইতিমধ্যেই জরিমানা স্বরূপ ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করে বসে আছেন ট্রাম্প। একইভাবে রাশিয়া থেকে তেল কেনার তালিকায় শীর্ষে রয়েছে চিনও। ট্রাম্প প্রশাসন আগাগোড়াই রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার নেপথ্যে মস্কোর আর্থিক স্বচ্ছলতা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের তেল কেনার বিষয়ে সরব হয়েছেন। তাঁর দাবি ভারত চিন-সহ বহু দেশ ক্রমাগত রাশিয়া থেকে তেল কিনছে বলেই উইক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখতে পেরেছে রুশ প্রশাসন।






















