Trump Zelenskyy Meeting : ইউক্রেনের সঙ্গে বৈঠক শেষেই বড় পদক্ষেপ ট্রাম্পের, পুতিনকে ফোন, মার্কিন প্রেসিডেন্ট লিখলেন ...
মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে ভ্লাদিমির পুতিনের। আমেরিকা খুব শিগগিরিই মুখোমুখি বসাতে পারে ইউক্রেনের পুতিন ও জেলেনস্কিকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি নতুন সমীরণ তৈরি হচ্ছে আমেরিকাকে মাঝে রেখে ? জেলেনস্কির মধ্যে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে ভ্লাদিমির পুতিনের। আমেরিকা খুব শিগগিরিই মুখোমুখি বসাতে পারে ইউক্রেনের পুতিন ও জেলেনস্কিকে।
ট্রাম্পের ইঙ্গিত , এর পরে হয়ত আমেরিকা , রাশিয়া ও ইউক্রেন একসঙ্গে আলোচনায় বসবে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি হয়ত এবার একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে পারেন। তাই নিয়ে কথাও হয়ে গিয়েছে রুশ রাষ্ট্রপতির সঙ্গে । এখনও ত্রিপাক্ষিক সম্মেলনের জায়টাই চূড়ান্ত হয়নি। প্রকাশ করেছেন যে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের সময় তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। এই কথোপকথনের সময়, তিনি রাশিয়ান এবং ইউক্রেনীয় রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি বৈঠকের ব্যবস্থা করার জন্য কাজ শুরু করেছিলেন, যদিও স্থানটি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গতকাল হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেই বৈঠকের পরই কথা হয় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেকথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। রাশিয়াও এই ফোনালাপের বিষয়টি জানিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুতিনের সহযোগী উশাকোভ জানান, এদিন পুতিন এবং ট্রাম্পের মধ্যে ৪০ মিনিট ফোনে কথা হয়েছে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের সারমর্ম পুতিনকে জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার আর্জি জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত ইউক্রেন - রাশিয়ার যুদ্ধবিরতিতে পৌঁছনো সম্ভব হয়নি বলেই ক্রেমলিন সূত্রে খবর।
এর আগেও জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়েছিল ট্রাম্পের। সেই বৈঠকে কথোপকথন খুব একটা ফলপ্রসূ হয়নি। রাগের মাথায় বৈঠক ছেড়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। এরপর অবশ্য সমীকরণে অনেক রদবদল হয়েছে। আলাস্কায় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে ট্রাম্পের। ট্রাম্পকেও মস্কোয় আমন্ত্রণ জানান পুতিন।






















