Delhi on Covid19: এবার ক্ষুদ্রান্তেও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ, দিল্লির হাসপাতালে ভর্তি ২ রোগী
এমন ঘটনায় রীতিমতো বিস্মিত বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, এটি বিরলতম ঘটনা।
নয়াদিল্লি: করোনার প্রকোপের মাঝেই আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এবার আরও কয়েকধাপ উদ্বেগ বাড়িে দুই রোগীর ক্ষুদ্রান্ত্রেও ধরা পড়ল ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। ঘটনা দিল্লির গঙ্গারাম হাসপাতালের। এখানে ভর্তি দুই করোনা রোগীর ক্ষুদ্রান্ত কালো ছত্রাকে সংক্রমিত হয়েছে। আর এমন ঘটনায় রীতিমতো বিস্মিত বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, এটি বিরলতম ঘটনা।
দিল্লির এই হাসপাতালেই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ নিয়ে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে এ পর্যন্ত। সেখানেই ৫৬ এবং ৬৮ বছর বয়সী দুই রোগীর ক্ষুদ্রান্তে সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে খবর এই দুই রোগীই কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এবং দুজনেরই ডায়াবেটিস রয়েছে। সিটি স্ক্যানে দুই রোগীর ক্ষুদ্রান্তেই ছিদ্র ধরা পড়েছে।
শনিবার গঙ্গারাম হাসপাতাল এক বিবৃতি জারি করে জানিয়েছে, কোভিড থেকে সুস্থ হওয়া ২ রোগীর ক্ষুদ্রান্ত্রে এই মারণ ছত্রাক ধরা পড়েছে। এই রোগীদের বায়োপসি রিপোর্ট চিকিৎসকদের রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। এতদিন চিকিৎসকরা বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস মূলত চোখ, নাক, সাইনাস, মস্তিষ্ক আর ফুসফুসে সংক্রমণ ছড়ায়। তাহলে গঙ্গারাম হাসপাতালের ২ রোগীর ক্ষুদ্রান্ত্রে কীভাবে এই সংক্রমণ ছড়াল, তা নিয়ে জোর আলোচনা চলছে চিকিৎসক মহলে।
হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, এই ২ রোগীই আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ১ জন কোভিড থেকে সেরে ওঠার পরই পেটে ব্যথা অনুভব করেন। অ্যাসিডিটি হচ্ছে এই ভেবে ওষুধও খেতেন, চলছিল বাড়ির টোটকাও। এর ৩ দিন পর যন্ত্রণা বাড়ায় হাসপাতালে আসেন তিনি, ফলে তাঁর চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যায়।
দ্বিতীয় রোগীও কোভিড থেকে সেরে ওঠার পর পরই পেটে হালকা ব্যথা অনুভব করতেন। তিনি ডায়াবেটিসের রোগী এবং কোভিড চিকিৎসার জন্য স্টেরয়েডও দেওয়া হয়েছিল তাঁকে। যদিও তাঁর পেটের ব্যথা খুবই সামান্য ছিল তাও প্রথম রোগীর অভিজ্ঞতা থেকে তারও সিটি স্ক্যান করা হয় এবং যথারীতি ক্ষুদ্রান্ত্রে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের বিষয়টি সামনে আসে। সময় নষ্ট না করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।