UIDAI News: দেশে আধার ‘স্বচ্ছতা’ অভিযান, ২ কোটির বেশি মৃতের নম্বর নিষ্ক্রিয় করল UIDAI, প্রিয়জনের মৃত্যুর রিপোর্ট দিতে হবে, এল নির্দেশ
UIDAI Aadhaar Deactivation: কেন্দ্র জানিয়েছে, কেউ মারা গেলে, তাঁর আধার নম্বর নিষ্ক্রিয় করা আবশ্যক।

নয়াদিল্লি: ২ কোটির বেশি মৃত মানুষের আধার নম্বর নিষ্ক্রিয় হল। আধার কর্তৃপক্ষ UIDAI-এর তরফে এমনই পরিসংখ্যান পেশ করা হল। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ SIR চলাকালীনই ২ কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তারা। বলা হয়েছে, দেশ জুড়ে 'স্বচ্ছতা' অভিযান চালাতে, আধার তথ্যভাণ্ডারকে নির্ভুল রাখতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে মৃত মানুষ সম্পর্কে তথ্য পেয়েছে UIDAI. কেউ মারা গেলে তাঁর আধার নম্বর অন্যকে দেওয়া হয় না বলেও জানানো হয়েছে স্পষ্ট ভাবে। (UIDAI Aadhaar Deactivation)
UIDAI has deactivated more than 2 crore Aadhaar numbers of deceased individuals as part of a nationwide effort to maintain the continued accuracy of the Aadhaar database.
— Aadhaar (@UIDAI) November 26, 2025
UIDAI has sourced deceased persons data from Registrar General of India (RGI), States/UTs, Public… pic.twitter.com/IOb0b9JBMY
- প্রথমে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সংগ্রহ করুন।
- এর পর myAadhaar Portal-এ যেতে হবে।
- আধার নম্বর দিয়ে প্রথমে মোবাইলে OTP নিতে হবে। সেই OTP দিয়ে লগইন করুন এর পর।
- Report Death of a Family Member অপশনটি বেছে নিন।
- সেখানে মৃত ব্যক্তির তথ্য ভরুন। আধার নম্বর, ডেথ রেজিস্ট্রেশন নম্বর, এলাকার তথ্য লিখতে হবে।
- ডেথ সার্টিফিকেটটি আপলোড করতে হবে এর পর।
- সব শূন্যস্থান পূরণ করে, তথ্য একবার যাচাই করে নিয়ে রিকোয়েস্ট সাবমিট করে দিন।
- UIDAI সেই অনুরোধ খতিয়ে দেখবে, খতিয়ে দেখবে যাবতীয় তথ্য। সেই মতো মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হবে।






















