Boris Johnson In India: একলাফে জেসিবি মেশিনে, বাইরে ঝুলে দিলেন পোজ!
Boris Johnson: বয়স প্রায় ষাট ছুঁইছুঁই। কিন্তু এখনও দারুণ ফিট। দুদিনের ভারত সফরে এসে নিজের সেই ফিটনেসেরই এক ঝলক দেখালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
নয়াদিল্লি: বয়স প্রায় ষাট ছুঁইছুঁই। কিন্তু এখনও দারুণ ফিট। দুদিনের ভারত সফরে এসে নিজের সেই ফিটনেসেরই এক ঝলক দেখালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। এক লাফে উঠে পড়লেন জেসিবির চালকের আসনে।
কোথায় এমন কাজ?
বৃহস্পতিবার গুজরাতের একটি জেসিবি কারখানা পরিদর্শনে গিয়েছিলেন বরিস জনসন। সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। সেখানেই তাঁর এমন কাজ ধরা পড়ে ক্যামেরায়। জেসিবিতে উঠে সংবাদমাধ্যমের ক্যামেরার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। ওই মুহূর্তটির ভিডিও টুইটও করেছে সংবাদ সংস্থা ANI.
#WATCH UK PM Boris Johnson along with Gujarat CM Bhupendra Patel visits JCB factory at Halol GIDC, Panchmahal in Gujarat
— ANI (@ANI) April 21, 2022
(Source: UK Pool) pic.twitter.com/Wki9PKAsDA
আদানি-সাক্ষাৎ:
এদিনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করেছেন আদানি গোষ্ঠীর মালিক গৌতম আদানির (Gautam Adani) সঙ্গে। আহমেদাবাদে আদানি গোষ্ঠীর মূল অফিসে সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিয়ে নিজেই টুইট করেছেন শিল্পপতি গৌতম আদানি। পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে কথা হয়েছে। প্রতিরক্ষা সেক্টরেও ব্রিটিশ সংস্থার সঙ্গে মিলে কাজ করবে আদানি গোষ্ঠী। এমনটাই টুইটে জানিয়েছেন তিনি।
Honoured to host @BorisJohnson, the first UK PM to visit Gujarat, at Adani HQ. Delighted to support climate & sustainability agenda with focus on renewables, green H2 & new energy. Will also work with UK companies to co-create defence & aerospace technologies. #AtmanirbharBharat pic.twitter.com/IzoRpIV6ns
— Gautam Adani (@gautam_adani) April 21, 2022
গাঁধী স্মরণ বরিসের:
এদিন গুজরাতে গাঁধী আশ্রমেও গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সবরমতী আশ্রমে বরিস জনসনকে স্বাগত জানান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেখানে নিজে হাতে চরকাও কাটেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
I was honoured to follow in the footsteps of millions in visiting the Gandhi Ashram in Ahmedabad today.
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022
As the world faces renewed conflict, Mahatma Gandhi’s teachings remind us of the power of peace in changing the course of history. pic.twitter.com/c8cnZM0taR
শুক্রবারও ভারতে থাকবেন তিনি। আগামীকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: 'আমার বিয়ে ২৬ এপ্রিল, আমায় নিয়ে পালিয়ে চলো' দশের নোটে ভাইরাল কী এটা!