Russia-Ukraine War: গুলি করে ইউক্রেনের ড্রোন নামিয়েছিল রুশ সেনা, তা থেকে ছড়াল বিধ্বংসী দাবানল, পুতিনের প্রাসাদের কাছেই
Vladimir Putin: Moscow Times জানিয়েছে, কৃষ্ণসাগর সংলগ্ন, ক্রাসনোডর অঞ্চলের গেলেন্দজ়িক শহরের জঙ্গলে বৃহস্পতিবার ইউক্রেনের একটি ড্রোন ভেঙে পড়ে।

নয়াদিল্লি: নয় নয় করে সাড়ে তিন বছর পার। এখনও পর্যন্ত যুদ্ধ থামার নাম নেই। সেই আবহেই বড় ঘটনা ঘটে গেল রাশিয়ায়। ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে দাবানল লাগল সেখানকার জঙ্গলে। আসলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাসাদোপম বাড়িতে ড্রোনটি হামলা চালাতে যাচ্ছিল কি না, উঠছে প্রশ্ন। রুশ সেনা গুলি করে নামাতে জঙ্গলে আগুন লেগে যায় বলে দাবি রুশ সংবাদমাধ্যমের। (Russia-Ukraine War)
Moscow Times জানিয়েছে, কৃষ্ণসাগর সংলগ্ন, ক্রাসনোডর অঞ্চলের গেলেন্দজ়িক শহরের জঙ্গলে বৃহস্পতিবার ইউক্রেনের একটি ড্রোন ভেঙে পড়ে। পুতিনের ‘প্রাসাদ’ থেকে ১০ কিলোমিটার দূরে, ক্রিনিৎসা গ্রামের কাছে রুশ বায়ুসেনা সেটিকে গুলি করে নামায়। কিন্তু তাতে ওই জঙ্গলে আগুন ধরে যায়। নয় নয় করে ৪২ একর জায়গায় জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। (Vladimir Putin)
আগুন সামাল দিতে তড়িঘড়ি ২০০ দমকল কর্মী, ২৭টি দমকলের ইঞ্জিন, বিমানও পাঠানো হয়। বেড়াতে গিয়ে ওই ধোঁয়ার মধ্যে আটকে পড়েন ২৩ জন। নৌকায় চাপিয়ে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা হয়। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, যুদ্ধপরিস্থিতিতে পুতিনের ‘প্রাসাদ’ এবং সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এয়ার ডিফেন্স প্রযুক্তি বসানো হয়েছে, যাতে দীর্ঘ পাল্লার রকেট ছোড়া হলেও, তা রুখে দেওয়া যায়।
#Ukraine: 4. On the #VelykaNovosilka front, UA forces attacked W of Velya Novosilka, breaking up RU assaults. UA's anti-ship missile, Neptune R-360, has been adapted as a 1,000km range precision strike weapon. (Map & infographic: @ChuckPfarrer) pic.twitter.com/EVC9hPMWEn
— Peter Clifford Online (@PeterClifford1) August 29, 2025
কিন্তু স্থানীয়দের দাবি, ইউক্রেনের ওই ড্রোন থেকে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। পুতিনের ‘প্রাসাদে’র প্রায় কাছাকাছি, তিন কিলোমিটার দূর পর্যন্ত আগুন ছড়িয়েছিল বলেও দাবি করেছেন কেউ কেউ।
পুতিনের ওই ‘প্রাসাদ’ ঘিরে গুঞ্জনে কমতি নেই। ২০২১ সালে প্রথম বার একটি ভিডিও সামনে আসে, যাতে ওই প্রাসাদ, সংলগ্ন এলাকা চাক্ষুষ করে গোটা পৃথিবী। যদিও রুশ সংবাদমাধ্যমের তরফে পুতিনের বাড়ি বলে যে ছবি দেখানো হয়, তার সঙ্গে ভিডিও-টি তে দেখানো প্রাসাদের মিল পাওয়া যায়নি।
গত তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। দফায় দফায় আলোচনাতেও সমঝোতা হয়নি আজ পর্যন্ত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধবিরতি হয়নি। বরং রোজই দুই তরফে আগ্রাসনের খবর উঠে আসছে।






















