Unemployment Rate: কোন রাজ্যে সবচেয়ে বেশি বেকার,পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে
State wise Unemployment rate in India: দেশজুড়ে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বেকারত্বের হার। আসুন জেনেনি কোন রাজ্যে বেকারত্ব কত শতাংশ?
নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ হল ভারত (India)। জনসংখ্যার মতই বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে এগিয়ে যাওয়ার পাশাপাশি এখন শ্রম দিবসও বেশি হচ্ছে প্রচুর কর্মক্ষম মানুষের জন্য। তবে সমস্ত রাজ্যে অর্থ ও বেকারত্বের হার (Unemployment rate) সমান নয়। দেশের মধ্যে এমনও কিছু রাজ্য রয়েছে যেখানে শিক্ষিত যুব সম্প্রদায়কে বেকারত্বের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। যা ভারতীয় অর্থ ব্যবস্থা ও শ্রম বাজারের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি করছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী. কেরলের যুবক-যুবতীরা সবচেয়ে বেশি বেকারত্বের জ্বালা অনুভব করছে। সেখানে মধ্যপ্রদেশে বেকারের সংখ্যা সবথেকে কম। এই পরিসংখ্যান তৈরি করার জন্য সরকারের তরফে বিভিন্ন মানদণ্ড রাখা হয়েছে। আসুন জেনেনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি কর্মহীন মানুষ রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, লাক্ষাদ্বীপে ১৫ থেকে ২৯ বছর বয়স পর্যন্ত মোট জনসংখ্যার ৩৬.২ শতাংশ বেকার রয়েছেন। যাঁদের মধ্যে মহিলারা ৭৯.৭ শতাংশ ও পুরুষরা ২৬.২ শতাংশ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৫ থেকে ২৯ বছর বয়স পর্যন্ত বেকার রয়েছেন ৩৩.৬ শতাংশ। এর মধ্যে মহিলারা ৪৯.৫ শতাংশ ও পুরুষরা ২৪ শতাংশ। কেরলে ১৫ থেকে ২৯ বছর পর্যন্ত যুবক-যুবতীদের মধ্যে বেকার রয়েছেন ২৯.৯ শতাংশ। যার মধ্যে মহিলারা ৪৭.১ শতাংশ ও পুরুষরা ১৯.৩ শতাংশ। নাগাল্যান্ডে এই বয়সসীমার মধ্যে বেকার রয়েছেন ২৭.৪ শতাংশ। মণিপুরে ২২.৯ শতাংশ। অরুণাচল প্রদেশে ২০.৯ শতাংশ। গোয়াতে ১৯.১ শতাংশ। মধ্যপ্রদেশে এই বয়সসীমার মধ্যে বেকারত্বের হার ০.৯ শতাংশ। গুজরাটে ১.১ শতাংশ। ঝাড়খণ্ডে ১.৩ শতাংশ। ছত্তিশগড়ে ২.৫ শতাংশ। দিল্লিতে ২.১ শতাংশ।
সরকারি পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, পুরুষদের থেকে মহিলাদের মধ্যে বেকারত্বের হার বেশি বাড়ছে। গত বছরের তুলনায় এই বছরে মহিলাদের মধ্যে ৩.২ শতাংশ হয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী, শহর এলাকায় বেকারত্বের হার বেশি। ১৫ থেকে ২৯ বছর পর্যন্ত বয়সসীমার মধ্যে বেকার রয়েছেন ১৪.৭ শতাংশ সেখানে গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৮.৫ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।