Union Budget 2021: শস্য সংগ্রহে ১ লক্ষ ৭২ হাজার কোটি, কৃষি ঋণে বরাদ্দ বাড়ল নির্মলার বাজেটে
এদিন সীতারমণ জানান, এর ফলে উপকৃত হবেন ৪৩.৬ লক্ষ কৃষক। ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা শস্য সংগ্রহে ব্যয় হবে। ১.৮৬ কোটি কৃষক অনলাইন বাজারের ফলে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কৃষিক্ষেত্রে ২০২২-এর মধ্যে কৃষকদের ঋণ বরাদ্দ বেড়ে ধার্য্য হয়েছে ১৬.৫ লক্ষ কোটি টাকা।
চলতি কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে সাধারণ বাজেট পেশ করে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গমের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) হিসেবে ৭৫ হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে বলে ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, দেড় লক্ষ হাজার কোটি টাকা শস্য সংগ্রহের কাজে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সীতারমণ। কৃষি আইন নিয়ে কেন্দ্র–কৃষকদের সংঘাতের আবহে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
এদিন সীতারমণ জানান, এর ফলে উপকৃত হবেন ৪৩.৬ লক্ষ কৃষক। ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা শস্য সংগ্রহে ব্যয় হবে। ১.৮৬ কোটি কৃষক অনলাইন বাজারের ফলে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কৃষিক্ষেত্রে ২০২২-এর মধ্যে কৃষকদের ঋণ বরাদ্দ বেড়ে ধার্য্য হয়েছে ১৬.৫ লক্ষ কোটি টাকা। পাশাপাশি কৃষিক্ষেত্রের পরিকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ বাড়ানো কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কৃষিক্ষেত্রের পরিকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ। গমের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক মত্স্যচাষের উপযুক্ত বন্দরের বরাদ্দ বাড়াচ্ছে সরকার। কৃষির পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্রশিল্পে বরাদ্দ করার কথাও ঘোষণা করেছেন তিনি। সংশ্লিষ্ট ক্ষেত্রে বরাদ্দ করা হবে ১৫ হাজার ৭০০ কোটি টাকা।
উল্লেখ্য, কৃষি আইন এবং কৃষক আন্দোলন নিয়ে সরগরম পরিস্থিতি। গত বছর সেপ্টেম্বর মাসে ৩ কৃষি আইন পাশ হয়। এর বিরোধিতায় দুমাসেরও বেশি সময় ধরে দিল্লির সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা। ১১ দফায় বৈঠক করেও কৃষকদের জেদের ধারে কাছে ঘেঁষতে পারেনি সরকার। দিল্লির বুকে ট্রাক্টর মিছিলে অশান্তি হলেও এখনও নিজেদের লক্ষ্যে অবিচল কৃষকরা। প্রত্যাহার করতে হবে ৩ কৃষি আইন। এই প্রেক্ষাপটে কৃষকদের জন্য একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বিশেষজ্ঞ মহলের মতে, কৃষক এবং কেন্দ্রের মধ্যে যে চাপানউতোর চলছে তা সামাল দেওয়ার চেষ্টায় এবার হাতিয়ার বাজেট।