Union Budget 2024: কংগ্রেসের ইস্তেহার থেকে কপি-পেস্ট? বাজেটের 'টোকাটুকি' ধরিয়ে দিলেন চিদম্বরম-জয়রাম
Congress on Budget: মঙ্গলবার বাজেটে প্রথম বার চাকরিতে ঢোকা যুবক-যুবতীদের কিস্তিতে প্রথম মাসের মজুরি দেওয়ার কথা ঘোষণা করেছে।
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থান এবং কর্মদক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করতে গিয়ে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তাদের নির্বাচনী ইস্তেহারের বেশ কিছু অংশ কেন্দ্র টুকে নিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। (Union Budget 2024)
মঙ্গলবার বাজেটে প্রথম বার চাকরিতে ঢোকা যুবক-যুবতীদের কিস্তিতে প্রথম মাসের মজুরি দেওয়ার কথা ঘোষণা করেছে। নবনিযুক্ত কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকাও প্রথম চার বছর সরকারই দেবে। পাশাপাশি, প্রথম সারির সংস্থাগুলিতে ১ কোটি ছেলেমেয়ে যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পান, একবছর ধরে হাতে-কলমে কাজ শেখার সুযোগ যাতে পান, তার জন্য ৫ হাজার টাকা অ্যালাওয়েন্সও দেওয়ার ঘোষণাও করেছে কেন্দ্র। (Congress on Budget) ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যে ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস, তাতে ২৫ অনূর্ধ্ব সকল ডিপ্লোমা ধারক এবং স্নাতকদের প্রথম চাকরির গ্যারান্টি দেওয়া হয়েছিল।
I am glad to know that the Hon'ble FM has read the Congress Manifesto LS 2024 after the election results
— P. Chidambaram (@PChidambaram_IN) July 23, 2024
I am happy she has virtually adopted the Employment-linked incentive (ELI) outlined on page 30 of the Congress Manifesto
I am also happy that she has introduced the…
আর সেই নিয়েই কেন্দ্রকে নিশানা করেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর বক্তব্য, '২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার অর্থমন্ত্রী পড়েছেন জেনে ভাল লাগল। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের ৩০ নম্বর পাতায় কর্মসংস্থান সংযুক্ত যে ইনসেন্টিভের কথা বলা হয়েছিল, তিনি তা গ্রহণ করেছেন দেখে আনন্দিত। কংগ্রেসের ইস্তেহারের ১১ নং পাতা. ইন্টার্নশিপের জন্য অ্যালাওয়্যান্সের কথা বলা হয়েছিল, সেটিও নিয়েছেন দেখে খুশি। কংগ্রেসের অন্য আইডিয়াগুলিও তিনি কপি করলে আরও খুশি হতাম। কী কী বাদ গেল, তা শীঘ্রই জানাচ্ছি'।
वित्त मंत्री ने कांग्रेस के न्याय पत्र 2024 से सीख ली है। उनका इंटर्नशिप कार्यक्रम स्पष्ट रूप से कांग्रेस के प्रस्तावित प्रशिक्षुता कार्यक्रम पर आधारित है, जिसे हमने पहली नौकरी पक्की कहा था।
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 23, 2024
लेकिन, उन्होंने अपनी ट्रेडमार्क शैली में इसे हेडलाइन बनाने के लिए डिज़ाइन किया है।… pic.twitter.com/38DpG93ifC
কংগ্রেস নেতা জয়রাম রমেশও এ নিয়ে সরব হয়েছেন। তাঁর কথায়, 'কংগ্রেসের ন্যায়পত্র ২০২৪ থেকে শিক্ষা নিয়েছেন অর্থমন্ত্রী। ওঁর ইন্টার্নশিপ প্রকল্প কংগ্রেসের প্রস্তাবের উপর নির্ভর করেই তৈরি, যেখানে আমরা প্রথম চাকরি পাকা করার কথা বলেছিলাম। নিজস্ব কায়দায় বিষয়টিকে শিরোনামের উপযোগী করে তুলেছেন উনি। কংগ্রেসের ইস্তেহারে সমস্ত ডিপ্লোমা সার্টিফিকেট থাকা ছেলেমেয়ে এবং স্নাতকদের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছিল। সরকার যদিও ১ কোটি ইন্টার্নশিপের মাপকাঠি বেঁধে দিয়েছে'। শুধু তাই নয়, এতদিন দেশে বেকারত্ব নেই বলে দাবি করে এলেও, ১০ বছর কেন্দ্র বেকারত্বের কথা মেনে নিল বলেও কটাক্ষ করেছেন জয়রাম।