এক্সপ্লোর
Advertisement
করোনা পজিটিভ জম্মু ও কাশ্মীর বিজেপি সভাপতি রবিন্দার রায়নার সঙ্গে বান্দিপোরা গিয়েছিলেন, কোয়ারান্টিনে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংহ, রাম মাধবও
রায়না জম্মুর রিয়াসি জেলার কাকরিয়ালে শ্রীমাতা বৈষ্ণো দেবী নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেছেন, ৫ দিন বান্দিপোরায় ছিলাম। ওখানে আমাদের দলের নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর ভাই, তাঁদের বাবা শহিদ হয়েছেন। কোভিড সংক্রমণের হার কাশ্মীরে বেশি। আজ সকালে আমার মৃদু জ্বর ছিল। আমার মধ্যে কোনও উপসর্গ যদিও নেই, কিন্তু প্রথম রিপোর্ট পজিটিভ এসেছে। আবার পরীক্ষা করাব, স্বাস্থ্যমন্ত্রক, জম্মু ও কাশ্মীর প্রশাসনের যাবতীয় গাইডলাইন মেনে চলব।
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস পজিটিভ বিজেপির জম্মু ও কাশ্মীর শাখার সভাপতি রবিন্দার রায়নার সঙ্গে ১২ জুলাই দেখা হয়েছিল। তার জেরে সেলফ কোয়ারান্টিনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংহ।
তিনি ট্যুইট করেছেন, ১২ জুলাই শ্রীনগর থেকে বান্দিপোরায় আমাদের সঙ্গী ছিলেন জম্মু ও কাশ্মীর বিজেপি সভাপতি রবিন্দর রায়না। তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আজ বিকাল চারটে থেকে সেলফ কোয়ারান্টিনে রয়েছি।
Have gone into Self-Quarantine with immediate effect from 4 PM today, after receiving the news about #Corona positive test of J&K BJP President Sh Ravinder Raina who had accompanied us from Srinagar to Bandipora on 12th July.
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) July 14, 2020
রায়না জম্মুর রিয়াসি জেলার কাকরিয়ালে শ্রীমাতা বৈষ্ণো দেবী নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেছেন, ৫ দিন বান্দিপোরায় ছিলাম। ওখানে আমাদের দলের নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর ভাই, তাঁদের বাবা শহিদ হয়েছেন। কোভিড সংক্রমণের হার কাশ্মীরে বেশি। আজ সকালে আমার মৃদু জ্বর ছিল। আমার মধ্যে কোনও উপসর্গ যদিও নেই, কিন্তু প্রথম রিপোর্ট পজিটিভ এসেছে। আবার পরীক্ষা করাব, স্বাস্থ্যমন্ত্রক, জম্মু ও কাশ্মীর প্রশাসনের যাবতীয় গাইডলাইন মেনে চলব।
জঙ্গি হামলায় সদ্য নিহত বিজেপি নেতা বারির পরিবারকে সমবেদনা জানাতে ১২ জুলাই রায়নার সঙ্গে তাঁর বাসভবনে গিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক রাম মাধব, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ, সহ সভাপতি অবিনাশ রাই খন্না প্রমুখ। রাম মাধবও ট্যুইট করেছেন, গত দুসপ্তাহে তিনি ৫ বার পরীক্ষা করিয়েছেন। প্রতিবারই ফল নেগেটিভ হয়েছে। কিন্তু ৪৮ ঘন্টা আগেও করোনা পজিটিভ রায়নার সঙ্গে শ্রীনগরে ছিলেন, তাই নিজের ও অন্যদের সুরক্ষার কথা ভেবে তিনি আগাম সাবধানতা হিসাবে কোয়ারান্টিন করেছেন নিজেকে।
I wish speedy recovery for our leader in J&K Sh Ravinder Raina @RavinderBJPJK https://t.co/hUiRpoNUdg
— Ram Madhav (@rammadhavbjp) July 14, 2020
বাবা, ভাই সমেত বিজেপি নেতার হত্যাকাণ্ডের পর বান্দিপোরাতেই পড়ে ছিলেন রায়না। প্রয়াত দলীয় নেতার শেষকৃত্যে স্থানীয় অনেকের সংস্পর্শে আসেন তিনি। প্রশাসন এবার তাঁর সঙ্গে সাক্ষাত হওয়া লোকজনকে খুঁজে বের করছে। স্থানীয় এক বিজেপি নেতা বলেছেন, রাম মাধব, ডঃ জিতেন্দ্র সিংহ, অবিনাশ রাই খন্না সহ সব শীর্ষ দলীয় নেতা কর্মীদের এবার কোয়ারান্টিনে পাঠিয়ে টেস্ট করা হবে কন্ট্যাক্ট ট্রেসিং বিধি অনুসারে কেননা তাঁরা করোনা পজিটিভ হওয়া দলীয় সভাপতি রবিন্দর রায়নার সংস্পর্শে এসেছিলেন।
জম্মু ও কাশ্মীরে আচমকা কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। লেফটেন্যান্ট গভর্নরের এক উপদেষ্টার স্ত্রী, পুত্র ও দুজন পদস্থ আইএএস অফিসারের পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ইন্ডিয়া
Advertisement