নভেম্বর পর্যন্ত গরিব কল্যাণ অন্ন যোজনায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেষবার দেশের উদ্দেশে ভাষণ দেন ১২ মে, তখন তিনি অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন।

Background
নয়াদিল্লি: আজই শেষ হচ্ছে আনলক ১। কাল থেকে শুরু হবে আনলক ২। একই সঙ্গে লাদাখে ভারত-চিন সীমান্ত সঙ্কট ঘণীভূত হয়েছে। এই পরিস্থিতিতে আজ বিকেল ৪টেয় জাতির উদ্দেশে ভাষণে কী বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তা নিয়ে সংশয়ে রয়েছেন দেশবাসী।
গতকালই ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এগুলির মধ্যে আছে টিকটক ও ইউসি ব্রাউজারের মত জনপ্রিয় অ্যাপ। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ১৫ তারিখ রাতে ভারত-চিন প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে, সেখানে চিনা তাঁবু এখনও রয়েছে। পরিস্থিতি দেখে এলাকায় ভীষ্ম ট্যাঙ্ক, আকাশ ক্ষেপণাস্ত্র বসিয়েছে ভারত, সূত্রের খবর, চলছে বারাক ৮ বসানোর প্রক্রিয়া। বিরোধীরা ক্রমাগত প্রশ্ন করছে, লাদাখে কি সত্যিই চিনা অনুপ্রবেশ হয়েছে, প্রধানমন্ত্রী বিষয়টি স্পষ্ট করছেন না কেন। আবার কাল থেকে শুরু হচ্ছে আনলক ২, শেষ হবে ৩১ জুলাই পর্যন্ত। তা নিয়েও মোদি বক্তব্য রাখতে পারেন।
প্রধানমন্ত্রী শেষবার দেশের উদ্দেশে ভাষণ দেন ১২ মে, তখন তিনি অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সবকটি রাজ্যও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছেন, আনলক ২-র গাইডলাইন মানার অনুরোধ করেছেন তিনি, বলেছেন, সংশ্লিষ্ট সব মহল যেন কঠোরভাবে সব নিয়মকানুনের বাস্তবায়ন করে।
ABP Ananda News Live | PM Modi LIVE| Unlock 2.0| ABP Ananda

Watch Live Bangla news on ABP Ananda Live #ABPAnanda #Bangla News #LiveNews Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv A...






















