LIVE UPDATES: উত্তরপ্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশের ফলে এগিয়ে ছাত্রীরা, শীর্ষ স্থানাধিকারীদের নামে হবে রাস্তা
উত্তর প্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদের সরকারি ওয়েবসাইটে বেলা সাড়ে বারোটা থেকে রেজাল্ট জানা যাবে। ক্লিক করুন...
LIVE
Background
লখনউ: আজ (শনিবার) প্রকাশিত হবে উত্তর প্রদেশ বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী দীনেশ শর্মা এ কথা জানিয়েছেন। উত্তর প্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদের সরকারি ওয়েবসাইটে বেলা সাড়ে বারোটা থেকে রেজাল্ট জানা যাবে।
upresults.nic.in বা upmsp.edu.in-এ লগ ইন করে পড়ুয়ারা তাঁদের পরীক্ষার ফল জানতে পারবেন।
ফল জানতে ক্লিক করুন নীচের এই লিঙ্কে
https://www.abplive.com/news/states/up-board-results-2020-register-here-to-get-results-through-email-1441538
করোনা আবহে ইউপি বোর্ডের বহু বছরের ঐতিহ্য ভাঙতে চলেছে। হাইস্কুল ও ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল একসঙ্গে বের হবে। পুরনো ট্র্যাডিশন ভেঙে এবছরই ইউপি বোর্ড পরীক্ষার ফলাফল প্রয়াগরাজের বদলে লখনউ থেকে বেরোবে।
করোনা পরিস্থিতিতে এবার শিক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট এবং শংসাপত্র দেওয়া হবে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত নম্বর এবং শংসাপত্র ডাউনলোড করা যাবে। স্কুলগুলি থেকে ডাউনলোড করা ফলাফল শিক্ষার্থীদের বিতরণ করা হবে। শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে বিদ্যালয়ের অধ্যক্ষের থেকে ডিজিটাল মার্ক শিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে।
এ বছর দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে পরীক্ষায় বসেছিলেন ৫৬,১১,০৭২ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলেছিল ১৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত, ৭৭৮৪টি পরীক্ষা কেন্দ্রে। টোকাটুকি রুখতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, ভয়েস রেকর্ডার ইত্যাদি।
২০১৯-এর দশম শ্রেণির পরীক্ষায় প্রায় ৮০.০৭ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হন। দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেন ৭০.০৬ শতাংশ পড়ুয়া।