UP News: ডিজের অসহ্য শব্দে অতিষ্ঠ ! আওয়াজ কমাতে বলায় মহিলার পোশাক খুলে বেধড়ক মার ! ৪ ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের
Agra Woman Stripped: গ্রামের কতগুলি গুণ্ডা গোছের ব্যক্তির হাতে নিগৃহীতা হলেন এক মহিলা। সেই লোকগুলি প্রথমে সেই মহিলার কাপড় ছিঁড়ে ফেলে এবং তারপর বেল্ট ও লাঠি দিয়ে মারতে শুরু করে নির্মমভাবে।

আগ্রা: হোলিতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। প্রকাশ্যে এসেছে সম্প্রতি। হোলির দিনে বাজানো হচ্ছিল ডিজে। আর এই সময়েই ঘটে (UP News) যায় এক মর্মবিদারক ঘটনা, সমাজমাধ্যমে সেই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ডিজে বাজানো বন্ধ করতে বলায় এক মহিলার পোশাক ছিঁড়ে ফেলে এবং তারপর তাঁকে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। নির্মম অপরাধের দৃষ্টান্ত।
গ্রামের কতগুলি গুণ্ডা গোছের ব্যক্তির হাতে নিগৃহীতা হলেন এক মহিলা। সেই লোকগুলি প্রথমে সেই মহিলার কাপড় ছিঁড়ে ফেলে এবং তারপর বেল্ট ও লাঠি দিয়ে মারতে শুরু করে নির্মমভাবে। উত্তরপ্রদেশের খাণ্ডৌলি থানার অধীনে নাই কি সরাই গ্রামে এই ঘটনা ঘটেছে। ডিজের গানে নাচ করছিলেন কয়েকজন আর সেই ডিজের শব্দে অতিষ্ঠ হয়ে তা বন্ধ করতে বলায় এই বিপত্তি। যারা ডিজে বাজাচ্ছিলেন, তারা অত্যন্ত রেগে যান এই অনুরোধে। আর তর্ক বিতর্ক এত বেড়ে যায় যে সেই মহিলার গায়ের কাপড় ছিঁড়ে ফেলে লোকগুলি। অর্ধনগ্ন করে দেওয়া হয় মহিলাকে।
সেই মহিলা জানিয়েছিলেন যে তার ঘরে মোষ রয়েছে বেশ কিছু, এই তীব্র ডিজের শব্দে তাদের বেশ কষ্ট হচ্ছিল। আর সেই সময়ে মোষগুলির দুধ দোয়ানোর কথা, কিন্তু সেই সময় এত অসহ্য ডিজের আওয়াজ হচ্ছিল যে মোষগুলির সমস্যা হচ্ছিল। আর তাই লোকগুলিকে ডিজে বন্ধ করতে বলেন সেই মহিলা। কিন্তু তারপরেই বাকবিতণ্ডায় মহিলাকে মারধর করতে শুরু করে তারা।
সমাজমাধ্যমে যে ভিডিয়ো বা ছবি ভাইরাল হয়ে গিয়েছে তাতে দেখা যাচ্ছে যে মহিলা অর্ধনগ্ন, আরেক মহিলা এসে তাঁকে আড়াল করে দাঁড়িয়েছেন। এরই মধ্যে সেই লোকগুলি নাকি মহিলাকে বেল্ট, লাঠি দিয়ে মারতে থাকে। ভিডিয়োটিতেও দেখা যাচ্ছে মহিলা এবং সেই লোকগুলির মধ্যে ঝামেলা বিতর্ক তুঙ্গে উঠেছে। আর এই কারণেই সেই মহিলা অভিযোগ জানিয়েছেন তার অর্ধনগ্ন অবস্থার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার সম্মানহানি করেছেন সেই লোকগুলি। খান্দৌলি থানায় সেই মহিলা ৪ ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। থানায় এই মামলা নেওয়া হয় এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
এই সমগ্র ঘটনায় খান্দৌলি থানার স্টেশন ইন চার্জ রাকেশ চৌহান জানিয়েছেন যে, মহিলার অভিযোগের ভিত্তিতে ৪ ব্যক্তির উপর এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। আগামীতে আরও কঠিন পদক্ষেপ করা হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
