US-Pakistan Relations: জোর ধাক্কা খেল স্বাধীন বালুচিস্তানের স্বপ্ন, Baloch Liberation Army-কে জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা
Balochistan Liberation Army: আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এই ঘোষণা করলেন।

নয়াদিল্লি: পাকিস্তান সরকার ও দেশের সেনাবাহিনীর দমন-পীড়ন নীতির বিরুদ্ধে সশস্ত্র লড়াই। বালুচিস্তানের সেই সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি-কেই (Baloch Liberation Army/BLA) বিদেশী জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা। শুধুমাত্র BLA-ই নয়, তাদের সহযোগী সংগঠন ‘মজীদ ব্রিগেড’-কেও বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হল (Foreign Terrorist Organisation). BLA-কে এর আগে Specially Designated Global Terrorist সংগঠন ঘোষণা করেছিল আমেরিকা। ‘মজীদ ব্রিগেড’কে এবার সেই তালিকার অন্তর্ভুক্ত করা হল। (Balochistan Liberation Army)
আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এই ঘোষণা করলেন। তাঁর বক্তব্য, “২০১৯ সাল থেকে একাধিক হামলার দায় স্বীকার করেছে BLA. পাশাপাশি মজীদ ব্রিগেডের হামলার দায়ও স্বীকার করেছে তারা।” BLA-র কাজকর্মের উপর বিগত কয়েক বছর ধরেই নজরদারি চালাচ্ছিল আমেরিকা। পর পর হামলার ঘটনার জেরে ২০১৯ সালে প্রথম BLA-কে Specially Designated Global Terrorist সংগঠন ঘোষণা করা হয়। (US-Pakistan Relations)
এর পরও নিজেদের অবস্থান থেকে সরেনি BLA, বরং সাম্প্রতিক কালে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। ‘মজীদ ব্রিগেডে’র হাই-প্রোফাইল আত্মঘাতী হামলার দায়ও স্বীকার করতে দেখা যায় তাদের। আমেরিকার বিদেশ বিভাগের দাবি, ২০২৪ সালে করাচি বিমানবন্দরের কাছে এবং গোয়াদর বন্দরের অথরিটি কমপ্লেক্সে যে আত্মঘাতী হামলা হয়, তার দায় স্বীকার করে BLA. ২০২৫ সালের মার্চ মাসে কোয়েট্টা থেকে পেশোয়ার যাওয়ার পথে জাফর এক্সপ্রেস হাইজ্য়াক করা হয়, BLA তারও দায় স্বীকার করে। জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় ৩১ নিরীহ মানুষ এবং সেনাকর্মীকে হত্যা করা হয়। পণবন্দি করা হয় ৩০০-র বেশি যাত্রীকে।
আমেরিকার বিদেশ বিভাগের বক্তব্য, ‘এই ধরনের নাশকতামূলক কাজকর্ম দেশের নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। ডোনাল্ড ট্রাম্প সরকার সন্ত্রাসকে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই মতোই এমন পদক্ষেপ করা হল। সন্ত্রাসী কাজকর্ম রুখতে, সন্ত্রাসের অভিশাপ থেকে পৃথিবীকে মুক্ত করার ক্ষেত্রে সন্ত্রাসী সংগঠনকে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ’। আমেরিকা যখন কোনও সংগঠনকে জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকারী হয় আমেরিকার সরকার। কোনও সংগঠনের কাজকর্মকে অপরাধমূলক বলে চিহ্নিত করা যায়, অন্য দেশের সহযোগিতায় সেই সংগঠনকে দমন করতে পদক্ষেপ করে।
U.S. Designates Balochistan Liberation Army as Foreign Terrorist Organization.
— Trending Eyes (@thetrendingeyes) August 12, 2025
🇺🇸 The U.S. State Department, on August 11, 2025, designated the 🇵🇰 Pakistan-based Balochistan Liberation Army (BLA) and its alias, The Majeed Brigade, as a Foreign Terrorist Organization (FTO),… pic.twitter.com/Z0RlNc97le
তবে যে সময় BLA-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালানো The Resistance Force (TRF) সংগঠনকে সম্প্রতি বিদেশি জঙ্গি সংগঠন ঘোষণা করে আমেরিকা। TRF পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়, তার নেপথ্য কারণ ছিল পহেলগাঁও হামলা। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র, ভারত ও পাকিস্তানকে তিনিই যুদ্ধবিরতিতে রাজি করান। ভারত তাঁর সেই দাবি খারিজ করলেও, পাকিস্তান ট্রাম্পের সুরেই সুর মিলিয়েছে। এমনকি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নামও সুপারিশ করেছে তারা। আর তার পরই BLA-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল আমেরিকা। তাই বিদেশনীতিতে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে ভারসাম্য রেখে চলতে চাইছেন বলে মনে করছেন অনেকেই। সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে যেভাবে খাতির করা হয়, সেই প্রসঙ্গও উঠে আসছে আলোচনায়।
পাকিস্তান অনেক আগেই BLA-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। এমনকি BLA-কে আড়াল থেকে ভারত মদত জোগায় বলেও অভিযোগ করে তারা, যা অস্বীকার করেছে দিল্লি। তবে বহু দশক ধরে পাকিস্তান সরকার ও সেদেশের সেনার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে BLA. খনিজে সমৃদ্ধ বালুচিস্তানকে নিজের দখলে রাখলেও, সেখানকার মানুষের উপর পাকিস্তান অত্যাচার চালায়, বৈষম্যমূলক আচরণ করে বলে অভিযোগ তাদের। তাই যেনতেন প্রকারে পাকিস্তানের হাত থেকে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পক্ষে তারা।






















