World News: ভারতীয় পড়ুয়াদের ভিসা ইন্টারভিউ শুরু মাঝ নভেম্বর থেকে, জানাল মার্কিন দূতাবাস
US Student Visa: আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ভারতে পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ নেওয়া শুরু করবে আমেরিকা। এই মর্মে ঘোষণা করেছে মার্কিন দূতাবাস। , ইন্টারভিউ প্রক্রিয়া ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে।
নয়াদিল্লি: আগামী নভেম্বরের (november) মাঝামাঝি থেকে ভারতে পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ (visa interview) নেওয়া শুরু করবে আমেরিকা (USA)। এই মর্মে ঘোষণা করেছে মার্কিন দূতাবাস (US Embassy)। সেখানকার 'মিনিস্টার কাউন্সেলার ফর কনস্যুলার অ্যাফেয়ার্স' (minister counselor for consular affairs) ডন হেফলিন আরও জানিয়েছেন, ইন্টারভিউ প্রক্রিয়া ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে। আমেরিকায় পড়ুয়াদের ভিসা প্রক্রিয়াকরণের সময় নিয়ে প্রশ্ন করা হয়েছিল ডনকে। তাতেই তিনি বলেন, 'প্রথম ধাপের জন্য অক্টোবরের মাঝামাঝি প্রক্রিয়া চালু করা হবে। আর দ্বিতীয় ধাপ চালু হবে নভেম্বরের মাঝামাঝি।'
কী দাবি আমেরিকার?
গত মাসে ভারতে মার্কিন দূতাবাসের তরফে দাবি করা হয়, ২০২২ সালে এখনও পর্যন্ত ৮২ হাজার পড়ুয়াকে ভিসা দেওয়া হয়েছে যা কিনা রেকর্ড। তাদের বক্তব্য, ভারতীয় পড়ুয়ারা অন্য যে কোনও দেশের পড়ুয়াদের তুলনায় অনেক বেশি ভিসা পান। সূত্রের খবর, ভিসার প্রক্রিয়াকরণে দেরির বিষয়টি মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সামনে তুলে ধরেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে সে ব্যাপারে বার্তাও দেন তিনি। তার পরই এই ঘোষণা।
প্রেক্ষাপট...
দিনতিনেক আগে মার্কিন ভিসা পাওয়া নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছিল দেশের নানা প্রান্ত থেকে। আমেরিকার ভিসা প্রদানকারী মার্কিন বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটের বিরুদ্ধে এমনই বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে। বলা হয়, সাইটে ভিসার জন্য সাক্ষাতের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাতে ভারতীয়দের ৮৩৩ দিন অপেক্ষা করতে হবে। দিল্লি থেকে ভিসার আবেদন করলে এই সময় লাগবে। মুম্বই থেকে আবেদন করলে সময় লাগবে ৮৪৮ দিন। অন্য দিকে, চিনের নাগরিকদের মাত্র দু’দিন অপেক্ষা করতে হবে। পাকিস্তানের নাগরিকদের অপেক্ষা করতে হবে ৪৫০ দিন। একই ভাবে ভারতীয় পড়ুয়া, যাঁরা আমেরিকায় পড়াশোনা করতে চান, ভিসার জন্য সাক্ষাৎ পেতে তাঁদের অপেক্ষা করতে হবে ৪৩০ দিন। দিল্লি বা মুম্বই, যেখানে থেকেই আবেদন করা হোক না কেন, সময়সীমা একই। পাকিস্তানের ইসলামাবাদ থেকে আবেদন করলে সে দেশের পড়ুয়াদের অপেক্ষা করতে হবে মাত্র একদিন। চিনের পড়ুয়াদের দু’দিন অপেক্ষা করতে হবে। কেন এমন ফারাক? এই নিয়ে হইচই পড়ে যায়।
এবার কি সেই খেদ কিছুটা কমবে? জানতে চায় আন্তর্জাতিক মহল।
আরও পড়ুন:চোরবাগান 'চ্যাটার্জি বাড়ি'তে কন্যারূপে হয় দেবীর পুজো, ছেলেরাই রাঁধেন মায়ের ভোগ