এক্সপ্লোর
Advertisement
বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা, সিলমোহর দিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি
করোনার সঙ্গে লড়াইয়ে আমেরিকার সমস্যা বাড়িয়ে দিয়েছে পরীক্ষার অপ্রতুলতা। যথেষ্ট সংখ্যক করোনা পরীক্ষা না হওয়ায় কার করোনা হয়েছে, আর কার সাধারণ সর্দিজ্বর তা বোঝা যাচ্ছে না, ফলে সংক্রমণ বাড়ছে হুড়হুড়িয়ে।
কলকাতা: এবার বাড়িতেই পরীক্ষা করে দেখা যাবে, করোনা হয়েছে কিনা। হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি এই ছাড়পত্র দিয়েছে। এজেন্সির প্রধান স্টিফেন হান জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বলেছিলেন, লাল ফিতের বাধা যত দূর সম্ভব কমিয়ে চিকিৎসক সমাজের কাছে দরকারি জিনিসপত্র পৌঁছে দিতে। তাই করোনা পরিস্থিতির গুরুত্ব বুঝে এই ব্যবস্থা।
তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে, কোনও চিকিৎসকের তত্ত্বাবধানে করোনা পরীক্ষা পদ্ধতি রোগীর কাছে মেল করা যেতে পারে। রোগী নিজেই নিজের নমুনা নিয়ে পরীক্ষা করে তা মেল করতে পারেন। তাতেই পেয়ে যাবেন রেজাল্ট, জানা যাবে তাঁর করোনা হয়েছে কিনা। এখনও পর্যন্ত এজেন্সি এমন ৬৩টি পরীক্ষার ছাড়পত্র দিয়েছে বলে হান জানিয়েছেন, তবে কাজ হচ্ছে ৪০০-র বেশি টেস্ট ডেভেলপারের সঙ্গে, দেখা হচ্ছে, তাঁদের কিটকে ছাড়পত্র দেওয়া যায় কিনা।
করোনার সঙ্গে লড়াইয়ে আমেরিকার সমস্যা বাড়িয়ে দিয়েছে পরীক্ষার অপ্রতুলতা। যথেষ্ট সংখ্যক করোনা পরীক্ষা না হওয়ায় কার করোনা হয়েছে, আর কার সাধারণ সর্দিজ্বর তা বোঝা যাচ্ছে না, ফলে সংক্রমণ বাড়ছে হুড়হুড়িয়ে। তাই প্রদেশগুলির গভর্নররা এখন পরীক্ষার সংখ্যা বাড়ানোর ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement