এক্সপ্লোর
কলরাডোতে ''ব্যাঙ্ক ডাকাতি করে টাকা উড়িয়ে দিলেন বৃদ্ধ! চিৎকার করে বললেন ‘মেরি ক্রিসমাস’ '
পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধ অস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে পালায়। স্থানীয় একটি টিভি চ্যানেলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ব্যাঙ্ক থেকে বেরিয়েই টাকা উড়িয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে ‘মেরি ক্রিসমাস’!!
![কলরাডোতে ''ব্যাঙ্ক ডাকাতি করে টাকা উড়িয়ে দিলেন বৃদ্ধ! চিৎকার করে বললেন ‘মেরি ক্রিসমাস’ ' US Man Robs Bank, Then Throws Loot Money Into Air Shouting Merry Christmas কলরাডোতে ''ব্যাঙ্ক ডাকাতি করে টাকা উড়িয়ে দিলেন বৃদ্ধ! চিৎকার করে বললেন ‘মেরি ক্রিসমাস’ '](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/12114234/police.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দেনভার: এ যেন সাক্ষাৎ সান্তা! আমেরিকার কলরাডোর একটি ব্যাঙ্কে ডাকাতি করে, সেই টাকা হাওয়ায় উড়িয়ে দিয়ে, মেরি ক্রিসমাস বলি উল্লাস করল এক ব্যাঙ্ক ডাকাত! ডেভিড ওয়েন অলিভার নামে বছর ৬৫র এক বৃদ্ধ নাকি এমনটাই কাণ্ড ঘটিয়েছেন, জানিয়েছে দেনভার অঞ্চলের পুলিশ। অভিযোগ, শহরের এক নামি কফিশপের কাছে গিয়ে ডাকাতি করা টাকা উড়িয়ে দেন সেই বৃদ্ধ।
পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধ অস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে পালায়। স্থানীয় একটি টিভি চ্যানেলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ব্যাঙ্ক থেকে বেরিয়েই টাকা উড়িয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে ‘মেরি ক্রিসমাস’!!
আশপাশের লোকজন কিছু টাকা কুড়িয়ে নিয়ে ব্যাঙ্ককে ফেরত দেয়। অলিভার সেই সব দিকে তোয়াক্কা না করে কফিশপে গিয়ে বলে পড়ে। ভাবখানা ছিল নাকি এমনই, পুলিশের জন্যই যেন তিনি অপেক্ষারত।
টাকার পরিমাণ ঠিক জানা না গেলেও, পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক হাজার ডলার ডাকাতি করেন ওই বৃদ্ধ। পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই ব্যক্তির গান সাদা দাড়িতে ঢাকা। তাহলে কি নিজেকে মনে মনে সান্তাই মনে করতেন তিনি? আপাতত পুলিশ হেফাজতে তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)