Independence Day 2025: 'ভারত ও আমেরিকা একসঙ্গে আধুনিক চ্যালেঞ্জগুলির মোকাবিলা করবে', স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা রুবিওর
PM Narendra Modi: "অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। অন্য দেশ নিয়ে চিন্তা করবেন না। এখন এগিয়ে যাওয়ার এবং আমাদের লক্ষ্য অর্জনের সময়।" এদিন স্বাধীনতা দিবসের ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি : ভারতীয় পণ্যের উপর অত্যধিক শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছে ভারত তেল কেনায় এই সিদ্ধান্ত বলে হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়েছে। যদিও এ ব্যাপারে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত। এই আবহে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বার্তা এল আমেরিকার তরফে। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এক বার্তায় বলেছেন, "একসঙ্গে কাজ করে' আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং উভয় জাতির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে ভারত ও আমেরিকা।" নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ককে "ঐতিহাসিক, ফলপ্রসূ এবং সুদূরপ্রসারী" বলে বর্ণনা করেন তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে এক বার্তায়, রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের শক্তির প্রশংসা করেছেন। তাঁর বিবৃতিতে রুবিও বলেন, "১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ফলপ্রসূ এবং সুদূরপ্রসারী। একসঙ্গে কাজ করে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত আজকের আধুনিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হবে এবং আমাদের উভয় দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।" তাঁর সংযোজন, "আমাদের দুই দেশ আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি দ্বারা ঐক্যবদ্ধ। আমাদের পার্টনারশিপ শিল্পকে বিস্তৃত করে, উদ্ভাবনকে উৎসাহিত করে, গুরুত্বপূর্ণ এবং উদীয়মান প্রযুক্তির সীমানা এগিয়ে নিয়ে যায় এবং মহাকাশেও তা প্রসারিত করে।"
ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনায় হোয়াইট হাউসের দাবি, মস্কো সেই টাকা ইউক্রেনে যুদ্ধ চালাতে ব্যবহার করছে। ট্রাম্পের এই ঘোষণার পাল্টা জবাব দিয়েছে ভারত। আলাদা করে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। এই আবহে এদিন লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ইতিহাস লেখার সময় এসেছে। আমাদের বিশ্ববাজারকে শাসন করতে হবে। আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। মানসম্পন্ন পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে আমাদের দক্ষতা প্রমাণ করার সময় এসেছে।" প্রধানমন্ত্রীর ভাষায়, "দেশের স্বাধীনতা সংগ্রামীরা যেমন "মুক্ত ভারত" কল্পনা করেছিলেন, ঠিক তেমনই 'সমর্থ ভারত' (শক্তিশালী ভারত) গড়ে তোলার সংকল্প নেওয়া এখন সময়ের দাবি। অন্যদের ছোট করে আমাদের শক্তি নষ্ট করা উচিত নয়, আমাদের মনোযোগ নিজেদের শক্তিশালী করার দিকে থাকা উচিত।"
তিনি আরও বলেন, "অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। অন্য দেশ নিয়ে চিন্তা করবেন না। এখন এগিয়ে যাওয়ার এবং আমাদের লক্ষ্য অর্জনের সময়।"






















