India-Pakistan Conflict: ‘আত্মরক্ষার অধিকার আছে ভারতের’, পহেলগাঁও নিয়ে পাশে থাকার বার্তা আমেরিকার
India-Pakistan Relations: বৃহস্পতিবার ফোনে রাজনাথ এবং পিটের কথা হয়।

নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে যে সংঘাত তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলও। আর সেই আবহেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা হয়েছে তাঁর। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সমর্থন জানিয়েছেন তিনি। (India-Pakistan Conflict)
বৃহস্পতিবার ফোনে রাজনাথ এবং পিটের কথা হয়। সোশ্যাল মিডিয়াতেও সেকথা জানিয়েছে রাজনাথের দফতর। বলে হয়েছে, ‘আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে রাজনাথ সিংহের কথা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে কাপুরুষোচিত জঙ্গি হামলায় যে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, তার জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন’। (India-Pakistan Relations)
রাজনাথের দফতর জানিয়েছে, ভারতকে সহানুভূতি জানিয়েছেন পিট। ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে বারতের এই লড়াইয়ে আমেরিকার সরকার পাশে আছে বলে জানিয়েছেন পিট। ফোনে কথা বলার সময় সন্ত্রাসের প্রতি পাকিস্তানের বরাবরের সমর্থনের কথা তুলে ধরেন রাজনাথ। তারা যে সন্ত্রাসে মদত জোগায়, জঙ্গিদের প্রশিক্ষণ দেয় এবং মদত জোগায়, তা জানান। সন্ত্রাসের বিরুদ্ধে গোটা পৃথিবীকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন রাজনাথ।
The U.S. Secretary of Defence @PeteHegseth spoke to Raksha Mantri Shri @rajnathsingh earlier today and expressed his deepest sympathies for the tragic loss of innocent civilians in the dastardly terror attack in Pahalgam, Jammu & Kashmir.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) May 1, 2025
Secretary Hegseth said that the U.S.…
পহেলগাঁও নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সন্ত্রাসে মদত জোগানো পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছে ভারত। পাল্টা পাকিস্তান থেকে উড়ে আসছে হুমকি, হুঁশিয়ারি। দুই দেশই পরস্পরের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানি নাগরিকদের বেরিয়ে যেতে বলেছে দিল্লি। সেই আবহে রাজনাথ এবং পিটের কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জঙ্গি হামলার পরও নিয়ন্ত্রণরেখায় লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। সেই নিয়ে মঙ্গলবার দুই দেশের সেনার ডিরেক্টর জেনারেলের মধ্যে কথাও হয়। এভাবে চলতে থাকলে পরিণাম ভাল হবে না বলে বার্তা দেওয়া হয় ভারতের তরফে। কিন্তু তার পরও গোলা-গুলি বন্ধ হয়নি। বরং ২৭-২৮ এপ্রিল নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতও। বুধবার আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গেও কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানে সমর্থন জানান রুবিও।






















