মহারাষ্ট্রে সব সরকারি কাজে মরাঠি বাধ্যতামূলক, না মানলে ইনক্রিমেন্টে কোপ!
আগেও সরকারি কাজে ব্যবহারের দাবি উঠেছিল মহারাষ্ট্রে, এবার তা আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশ এল
মুম্বই: সরকারি কাজে বাধ্যতামূলকভাবে মরাঠি ভাষার ব্যবহারের নির্দেশ উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের। সম্প্রতি, মহারাষ্ট্র সরকার রাজ্যের সব দফতর, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সকল আধিকারিক ও কর্মীদের নির্দেশ দিয়েছেন, এখন থেকে বাধ্যতামূলকভাবে মরাঠি ভাষা ব্যবহার করতে।
সোমবার জারি হওয়া ওই নির্দেশিকার মাধ্যমে প্রত্যেক দফতরের প্রধানকে বলা হয়েছে, কেউ যদি মরাঠি ভাষা সংক্রান্ত নির্দেশ অমান্য করে, তাহলে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হবে। পাশাপাশি কনফিডেনশিয়াল রিপোর্টে ওই ঘটনার উল্লেখ থাকতে হবে। প্রয়োজনে বার্ষিক বেতনবৃদ্ধি আটকে দেওয়া হবে।
মরাঠি ভাষা দফতরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, অনেক দফতর এখনও সরকারি নির্দেশ ও প্রস্তাব প্রকাশে ইংরেজি ভাষা ব্যবহার করছে। বহু দফতরের ওয়েবসাইটও ইংরেজি ভাষায় রয়েছে। একইভাবে, পৌরসভা যে নোটিস, চিঠি, আবেদনপত্র ও নমুনাপত্র প্রকাশ করছে, তাও কেবলমাত্র ইংরেজিতে রয়েছে। এই মর্মে জনপ্রতিনিধিরা বারংবার অভিযোগ জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগেও সরকারি কাজে মরাঠি ভাষাকে ব্যবহার করার দাবি উঠেছিল মহারাষ্ট্রে। এবার তা আরও কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এবার শাস্তির বিধানও ওই নির্দেশে যুক্ত করা হয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, গত ফেব্রুয়ারি মাসে স্কুলে মরাঠি ভাষার শিক্ষা বাধ্যতামূলক করে মহারাষ্ট্র বিধানসভায় আইন পাস করা হয়।