Mathura Train Accident: পাবজিই কাল হল জীবনের, মথুরায় ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ জনের
Mathura Train Accident: এলাকার পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন যে মথুরা-কাশগঞ্জ রেলপথে লক্ষ্মীনগরের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের ২ জনই কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলছিল।
মথুরা: ওরা মত্ত ছিল পাবজি খেলায়। কিন্তু সেই পাবজিই কাল হল জীবনের। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২ জনের। মথুরার যমুনা পাড় থানা এলাকার ঘটনা। এলাকার পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন যে মথুরা-কাশগঞ্জ রেলপথে লক্ষ্মীনগরের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের ২ জনই কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে পাবজি খেলছিল। মৃত ২ জনের নাম গৌরব (১৬) ও কপিল (১৮)। ২ জনেই কাছাকাছি কলিন্দী কুঞ্জ কলোনীর বাসিন্দা।
স্টেশন ইনচার্জের তরফের জানানো হয়েছে যে ২ জনের মৃতদেহের সামনেই মোবাইল পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে একজন পাবজি খেলছিল মোবাইলে। একটি মোবাইল পুরো ক্ষতিগ্রস্ত ছিল। আর একটি মোবাইল যদিও ততটা ক্ষতি হয়নি। ২ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় পুলিশ। মৃত গৌরবের বাবা বলেছেন, 'সকালে ও হাঁটতে বেরিয়েছিল। আমার মোবাইল নিয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম যে সকাল করে প্রতিদিন উঠে যেন হাঁটে ও। কিন্তু এখন ওই চলে গেল।' এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
কিছুদিন আগেই PUBG খেলতে খেলতেই মৃত্যুর কোলে পড়েছিলেন এক কিশোর। ঘটনার আকস্মিকতা অবাক করেছে পরিবারকে। স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ওই কিশোরের।
সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে, একাদশ শ্রেণির ওই ছাত্রের শারীরিক প্রতিবন্ধকতা ছিল। পায়ে সমস্যা ছিল তার। মৃত কিশোর দীপক রাঠোরের পরিবার জানিয়েছে, বাড়িতে পাবজি খেলতে খেলতে ঘটে এই অঘটন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে নিয়ে যেতেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে এমন খবর উঠে এসেছিল যে, পাবজি খেলার নেশায় বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা খরচ করল কিশোর। ব্যাটেল রয়ালের অ্যাপ কিনতে টাকা খরচ করেছে সে। পরিবার জানিয়েছে, বাবার চিকিৎসার খরচের জন্য ওই টাকা রাখা হয়েছিল সেভিংস অ্যাকাউন্টে। সেখানে থেকেই মাত্র এক মাসে তোলা হয়েছে এই বিপুল পরিমাণ টাকা।