এক্সপ্লোর
Advertisement
এনসিইআরটি-র ৩৫ কোটি টাকার নকল বই উদ্ধার, বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ১২
রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের ডিএসপি ব্রজেশ কুমার সিংহ বলেছেন, সচিন গুপ্তা পরতাপপুরের আছোন্ডার গুদাম ও মোহকামপুরের ছাপার প্রেসের মালিক। তিনি এখন পলাতক, তাঁকে গ্রেফতারির চেষ্টা চলছে।
লখনউ: ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) এর ডুপ্লিকেট বা নকল বইপত্র বেআইনিভাবে ছেপে ছড়ানোর অভিযোগে সঞ্জীব গুপ্তা নামে এক বিজেপি নেতার ছেলে সচিন গুপ্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। এ ব্য়াপারে ৩৫ কোটি টাকার বইপত্র, ৬টি প্রিন্টিং মেশিন বাজেয়াপ্ত ও ১২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনাটি মিরাট জেলার, সচিন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের ডিএসপি ব্রজেশ কুমার সিংহ বলেছেন, সচিন গুপ্তা পরতাপপুরের আছোন্ডার গুদাম ও মোহকামপুরের ছাপার প্রেসের মালিক। তিনি এখন পলাতক, তাঁকে গ্রেফতারির চেষ্টা চলছে। সেখানে হানা দেওয়ার পরই পুলিশ অফিসাররা ফোনে সচিনের সঙ্গে কথা বলেন, তিনি বইয়ের কাগজপত্র নিয়ে আসছেন বলে তখন জানান। কিন্তু শেষ পর্যন্ত আসেননি, মোবাইলও সুইচ অফ করে দেন।
উত্তরপ্রদেশে ছেলেমেয়েরা পড়ছে, তাছাড়াও ওই ভুয়ো বইপত্র পাশের হরিয়ানা, উত্তরাখন্ড, দিল্লিতে পাঠানো হচ্ছে বলে প্রাথমিক তদন্তে প্রকাশ। প্রিন্টিং কারখানায় ৩৬৪ টি বিভিন্ন ধরনের জাল এনসিইআরটির বইপত্রের সন্ধান পেয়েছে পুলিশ, যেগুলির বেশিরভাগই অঙ্ক,রসায়ন ও পদার্থবিদ্য়ার, ক্লাস নাইন থেকে টুয়েলভ-এর সিলেবাসের।
সচিন উত্তরপ্রদেশ এডুকেশন বোর্ডের নকল বইপত্র ছাপানোতেও যুক্ত বলে পুলিশ জানিয়েছে। এ ব্য়াপারে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, পরিষ্কার নয়।
এদিকে এ ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করে যে গেরুয়া দল জাতীয় শিক্ষানীতি বদলাচ্ছে, তার উচিত নিজের নেতাদের নৈতিক শিক্ষা দেওয়া, বলেছেন সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement