Uttar Pradesh : বাথরুমের মেঝেতে রেখে দেওয়া হচ্ছে খাবার! রাজ্যস্তরের কবাডি প্রতিযোগিতার ব্যবস্থাপনা দেখে ক্ষোভ সবমহলে
Viral : রাজ্যস্তরের অনূর্ধ্ব-১৭ কবাডি প্রতিযোগিতায় খেলতে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতা তরুণ ক্রীড়াবিদদের। যে ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভ, নিন্দার ঝড় নেটমহলে।
সাহারানপুর (উত্তর প্রদেশ) : ক্লান্ত শরীরে এসে অপেক্ষায় প্রত্যেকে। একে একে এগিয়ে যাচ্ছেন থালা হাতে। সেখানে তুলে দেওয়া হচ্ছে অল্প ভাত ও সবজি। সেটা হাতে নিয়েই দ্রুত সেই জায়গা ছেড়ে পালানোর তোড়জোড়। কারণ, খাবারের পাত্র রাখা রয়েছে বাথরুমের মেঝেতে! কিছুটা দূরেই দেখা যাচ্ছে মূত্রত্যাগের জায়গা, কার্যত সেদিকে না তাকিয়ে পেট ভরানোর খাতিরে যা হোক করে তীব্র অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পাওয়া খাবারটুকু নিয়ে বাথরুম ছেড়ে বেরিয়ে পড়ার তাড়া।
আঁতকে ওঠার মতো এমনই ভিডিও উঠে এসেছে সামনে। খেলার জগতে বিশ্বমহলে দেশের প্রতিনিধিত্ব হয়তো করবেন যাঁরা, তাঁদেরই প্রবল হেনস্থার মুখে পড়তে হল দেশের মাটিতেই। ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহারানপুরের একটি স্টেডিয়ামে। রাজ্যস্তরের অনূর্ধ্ব-১৭ কবাডি প্রতিযোগিতায় খেলতে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতা তরুণ ক্রীড়াবিদদের।
যে ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভ, নিন্দার ঝড় নেটমহলে। গোটা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বাথরুম থেকে ক্রীড়াবিদদের খাবার দেওয়ার ভিডিও সোশালে পোস্ট করে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে তীব্র নিশানা করেছে কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত নেটমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে তীব্র বিতর্ক তৈরি হওয়ার পরই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ সরকার। তারা সাহারানপুর জেলার স্পোর্টস অফিসার অনিমেশ সাক্সেনাকে সাসপেন্ড করেছে। জানানো হয়েছে, অনভিপ্রেত ঘটনার ভিত্তিতে ব্যাখ্যা চাওয়া হলেও কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা না পাওয়ায় পদক্ষেপ নেওয়া হয়েছে।
यूपी की कबड्डी खेलने वाली बेटियों को टॉयलेट में खाना परोसा गया।
— Congress (@INCIndia) September 20, 2022
झूठे प्रचार पर करोड़ों खर्च करने वाली BJP सरकार के पास हमारे खिलाड़ियों के लिए अच्छी व्यवस्था करने के पैसे नहीं हैं।
धिक्कार है! pic.twitter.com/UazJvCrWPB
ঘটনার পরই সাহারানপুরের অতিরিক্ত জেলাশাসক রজনীশ কুমার মিশ্র জানিয়েছেন, অস্বাস্থ্যকর পরিবেশে খেলোয়াড়দের খাবার দেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় দেখতে পাই। রাজ্যস্তরের প্রতিযোগিতাতে এভাবে বাথরুমে খাবার রেখে কীভাবে তা খেলোয়াড়দের দেওয়া হল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই গোটা তদন্তের রিপোর্ট সামনে এসে পৌঁছলে উপযুক্ত বাকি ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের নির্দেশ দেওয়া হলেও গোটা ঘটনা সামনে আসার পর থেকে বিতর্কের ঝড় থামছেই না।
আরও পড়ুন- খাবারের টানে কত দূর? মানুষের বাড়ির দরজা ঠেলে 'পারাপার' হাতির, ভাইরাল ভিডিও