Viral News: সাজানো সংসার ফেলে ভিখারীর সঙ্গে পালালেন মহিলা, ফেরাতে থানায় গেলেন স্বামী-সন্তানরা
Uttar Pradesh News: ভিক্ষুক প্রেমিকের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত।

হরদোই: স্বামী, সন্তান, সংসার ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। তাঁকে না পেয়ে থানায় গেলেন স্বামী-সন্তানরা। আর তাতেই চমকপ্রদ তথ্য সামনে এল। যাঁর হাত ধরে পালিয়েছিলেন ওই মহিলা, তিনি আসলে পাড়ায় ভিক্ষা করতেন বলে জানা গেল। ফোনে ওই ভিক্ষুকের সহ্গে মহিলা কথাও বলতেন বলে জানালেন স্বামী। গোটা বিষয়টি জেনে হতভম্ব পুলিশ। তদন্তে নেমে ওই মহিলাকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। কিন্তু তাঁর ভিক্ষুক প্রেমিকের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত।- (Viral News)
উত্তরপ্রদেশের হরদোই জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, স্বামী, ছয় সন্তান এবং সাজানো সংসার ফেলে সম্প্রতি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এক মহিলা। তাঁর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। ওই মহিলাকে অপহরণ করা হয়েছে বলে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় অনুচ্ছেদ ৮৭-তে মামলা দায়ের হয়। (Uttar Pradesh News)
পুলিশকে রাজু জানান, হরদোইয়ের হরপালপুরের বাসিন্দা তাঁরা। স্ত্রী এবং ছয় সন্তানকে নিয়ে তাঁদের সংসার। তাঁদের পাড়ায় আনাগোনা ছিল ৪৫ বছর বয়সি ননহে পণ্ডিতের নামের এক ব্যক্তির। মূলত ভিক্ষা করতেই এলাকায় আনাগোনা ছিল ওই ব্যক্তির। তাঁর স্ত্রীর সঙ্গে ননহের কথাবার্তা হতো। ফোনেও বেশ কয়েক বার কথা হয় তাঁদের মধ্যে।
এমনই চলছিল। গত ৩ জানুয়ারি দুপুর ২টো নাগাদ স্ত্রী হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান। বাজার যাচ্ছেন, কিছু জামাকাপড,শাক-সবজি কিনতে হবে বলে জানান মেয়েকে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন ওই মহিলা বাড়ি ফেরেননি, পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্বামী জানিয়েছেন, মোষ বিক্রি করে কিছু টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকা নিয়েই বেরিয়ে যান স্ত্রী। পুলিশকে রাজু জানান, ননহেই স্ত্রীকে নিয়ে পালিয়েছে বলে সন্দেহ তাঁর।
স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের হস্তক্ষেপ চান রাজু। তদন্তে নেমে ওই মহিলাকে খুঁজে পায় পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। কিন্তু অভিযুক্ত ভিক্ষুক ননহে-কে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ এফআইআর দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার অনুচ্ছেদ ৮৭-তে অপহরণে দোষী সাব্যস্ত হলে ১০ বছরের সাজা এবং জরিমানার বিধান রয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার অনুচ্ছেদ ৮৭-তে বলা রয়েছে, কোনও নারীকে কেউ যদি অপহরণ করে, যদি ভেবে থাকে ওই নারী তাকে বিয়ে করতে বাধ্য হবে, বা যৌন সম্পর্ক স্থাপন করা যাবে, ওই নারীকে যদি ভয় দেখানো হয়, তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।






















