Uttarakhand Helicopter Crash: মাত্র ৪ মাস আগে যমজ সন্তানের বাবা হয়েছিলেন পাইলট রাজবীর, উত্তরাখণ্ডের হেলিকপ্টার দুর্ঘটনায় শেষ হয়ে গেলেন তিনিও
Uttarakhand Chopper Accident: পাইলট রাজবীর সিং চৌহানের বয়স মাত্র ৩৭ বছর। রাজস্থানের জয়পুরের শাস্ত্রী নগরের বাসিন্দা তিনি। রবিবার তিনিই ওড়াচ্ছিলেন Bell 407 হেলিকপ্টারটি, যেটি পরবর্তীতে ভেঙে পড়ে।

Uttarakhand Helicopter Crash: বৃহস্পতিবার আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর রবিবার উত্তরাখণ্ডে ভেঙে পড়েছে হেলিকপ্টার। কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়ে চপারটি। রুদ্রপ্রয়াগের এই হেলকপ্টার দুর্ঘটনায় পাইলট এবং যে ৭ জন যাত্রী ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে, এই হেলিকপ্টারের পাইলট রাজবীর সিং চৌহান ১৫ বছরের বেশি সময় ধরে যুক্ত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। এছাড়াও জানা গিয়েছে, বিভিন্ন ধরনের ভূখণ্ডের ক্ষেত্রে হেলিকপ্টার ওড়ানোর প্রচুর অভিজ্ঞতাও ছিল এই পাইলটের। কিন্তু তাও শেষরক্ষা হয়নি।
পাইলট রাজবীর সিং চৌহানের বয়স মাত্র ৩৭ বছর। রাজস্থানের জয়পুরের শাস্ত্রী নগরের বাসিন্দা তিনি। Aryan Aviation Private Ltd - এই সংস্থার সঙ্গে পাইলট হিসেবে কাজ করছেন গত বছর (২০২৪) অক্টোবর মাস থেকে। রবিবার তিনিই ওড়াচ্ছিলেন Bell 407 হেলিকপ্টারটি, যেটি পরবর্তীতে ভেঙে পড়ে। পাইলট ছাড়াও ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে এই চপার ক্র্যাশের ভয়াবহ দুর্ঘটনায়। রাজবীরের বাবা গোবিন্দ সিং জানিয়েছেন, ছেলের সহকর্মীদের থেকে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পান তিনি।
VIDEO | Uttarakhand Helicopter Crash: Pilot Rajveer Singh Chauhan was among seven people who lost their lives in a helicopter crash incident near Kedarnath. Visuals from outside his residence in Jaipur.
— Press Trust of India (@PTI_News) June 15, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/soyurj9j5R
সেনাবাহিনীর সঙ্গে শুধু রাজবীরেরই যোগ নেই। তাঁর স্ত্রী-ও ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল। মাত্র চার মাস আগে যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সদ্য পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন রাজবীর। কিন্তু সন্তানের বেড়ে ওঠার সাক্ষী হওয়ার আগেই নিয়তির খেলায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তাঁর। সাধারণ ভাবে এ ধরনের বিমান কিংবা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় সবার আগে কাঠগড়ায় দাঁড় করানো হয় পাইলটকে। অথচ পরবর্তীতে দেখা যায় পাইলট অভিজ্ঞ ছিলেন। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। পাইলট রাজবীর সিং চৌহানের LinkedIn প্রোফাইল অনুসারে তিনি যে ১৫ বছরের বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন তাই নয়, বিভিন্ন ধরনের ভূখণ্ডের উপর দিয়ে হেলিকপ্টার সফলভাবে উড়িয়ে নিয়ে যাওয়ার প্রচুর অভিজ্ঞতাও ছিল তাঁর। এখানের শেষ নয়। বিভিন্ন ধরনের হেলিকপ্টার, চপার ওড়ানোয় পারদর্শী ছিলেন তিনি। সেগুলি দেখভাল করার ব্যাপারেও জ্ঞান ছিল রাজবীরের। বিভিন্ন ধরনের ভূখণ্ডে, বিভিন্ন ধরনের এরিয়াল অপারেশনের সঙ্গেও যুক্ত থেকেছেন তিনি।






















