Uttarakhand Rescue Operation: পাহাড়ের টানে ছুটে এসেছিলেন, চৌখাম্বা ৩ শৃঙ্গে উঠে বিপত্তি, নিখোঁজ দুই বিদেশি তরুণী
Chaukhamba-3 Peak: আমেরিকার বাসিন্দা মিশেল টেরেসা ভোরাক এবং ব্রিটেনের নাগিক ফের জেন ম্যানার্স পেশায় পর্বতারোহী।
দেহরাদূণ: উত্তরাখণ্ডের পাহাড়ে উঠতে ছুটে এসেছিলেন। কিন্তু নিখোঁজ হয়ে গেলেন দুই তরুণী। চামোলি জেলায় চৌখাম্বা ৩ শৃঙ্গের প্রায় ৬০০০ মিটার উপরে উঠেছিলেন তাঁরা। কিন্তু সেখান থেকে কোনও খোঁজ মিলছে না তাঁদের। ওই দুই তরুণীর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই দু'জনের। (Uttarakhand Rescue Operation)
আমেরিকার বাসিন্দা মিশেল টেরেসা ভোরাক এবং ব্রিটেনের নাগিক ফের জেন ম্যানার্স পেশায় পর্বতারোহী। পাহাড়ে ওঠার নেশা নিয়ে উত্তরাখণ্ড এসেছিলেন। বৃহস্পতিবার চামোলির চৌখাম্বা ৩ শৃঙ্গে উঠেছিলেন তাঁরা। তার পর থেকেই আর তাঁদের খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। কোনও ভাবে যোগাযোগও করা যাচ্ছে না তাঁদের সঙ্গে। (Chaukhamba-3 Peak)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্ডিয়া মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের তরফে বিদেশি নাগরিকদের জন্য বিশেষ অভিযানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার চৌখাম্বা ৩ শৃঙ্গে ওঠার পর ৬ হাজার ১৫ মিটার উচ্চতা থেকে তাঁদের সরঞ্জাম পড়ে যায় বলে জানা গিয়েছে। তার পর থেকেই ওই দু'জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কোনও খোঁজ নেই তাঁদের।
অত উচ্চতায় একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। বিশেষ করে রাতে পরিস্থিতি অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে পর্বতারোহী ওই দুই তরুণীকে নিয়ে আশঙ্কা বাড়ছে। আকাশপথে তল্লাশি চালাচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার। পাশাপাশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও তল্লাশি চালাচ্ছে। পায়ে হেঁটে তল্লাশি চালাতে অতিরিক্ত বাহিনীও চাওয়া হয়েছে।
গড়ওয়াল হিমালয়ের অংশ চৌখাম্বা শৃঙ্গ। চারটি স্তম্ভ থাকাতেই ওই শৃঙ্গেক চৌখাম্বা বলা হয়। এর মধ্যে চৌখাম্বা ৩ শৃঙ্গটিই সবচেয়ে উঁচু। উচ্চতা প্রায় ৬ হাজার ৯৯৫ মিটার। ওই দুই তরুণী যে অভিযানে গিয়েছিলেন, তা অত্যন্ত দুঃসাধ্য। অত উঁচু শৃঙ্গ ছুঁতে যাওয়ার অর্থ প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনে ঘাটতি, খাড়া ঢালে পদে পদে বিপদ।
এক্ষেত্রে শারীরিক ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই পর্বত আরোহণে দক্ষতা থাকাও জরুরি। তবুও চৌখাম্বা শৃঙ্গে উঠতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। ওই দুই তরুণীর খোঁজ পেতে চরম তৎপরতা দেখা যাচ্ছে। বিষয়টি সামনে আসা মাত্রাই চামোলির জেলাশাসক সেনা বিষয়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিরক্ষামন্ত্রকের কাছে চেয়ে পাঠান হেলিকপ্টার। জোরকদমে তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে।