(Source: Poll of Polls)
Kedarnath Avalanche: জটার আকারেই নেমে এল পাহাড় থেকে, সাতসকালে তুষারধস কেদারধামে
Viral Video: গাঁধী সরোবরের উপর আছড়ে পড়ে ওই তুষাররাশি।
নয়াদিল্লি: দেবভূমিতে এবার প্রবল তুষারধস। পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল তুষাররাশি। কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে এই তুষারধস নামে। মন্দির চত্বরে সেই সময় মানুষজনের ভিড়ও ছিল। তবে কোনও হতাহতের খবর মেলিনি। বরং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। রবিবার ভোর ৫টা নাগাদ, কেদারনাথ ধামের ঠিক পিছনে ওই তুষারধস নামে। গাঁধী সরোবরের উপর আছড়ে পড়ে ওই তুষাররাশি। (Kedarnath Avalanche)
রুদ্রপ্রয়াগের সিনিয়র সুপার অফ পুলিশ বিশাখা বডানে বলেন, "আজ ভোর পাঁচটা নাগাদ, কেদারনাথের গাঁধী সরোবরে তুষারধস নামে। কোনও প্রাণহানি বা সম্পত্তিহানি ঘটেনি।" স্থানীয়রা জানিয়েছেন, আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে তুষাররাশি। এর পর তুষারের গুঁড়োয়ও উড়তে দেখা যায়। সেই সময়ে মন্দিরচত্বরে উত্তেজনা ছড়ায়। তবে অপ্রীতিকর কিছু ঘটেনি। (Viral Video) যদিও স্থানীয়রা আশঙ্কিত হয়ে পড়েন।
এদিন বেশ কিছু ক্ষণ পাহাড়ের গা বেয়ে তুষাররাশি নেমে আসতে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। কেদারনাথ এবং সংলগ্ন এলাকায় তুষারধসের ঘটনা যদিও নতুন কিছু নয়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিংহ রাজওয়ার জানিয়েছেন, গাঁধী সরোবরের উপরের পাহাড় বেয়ে তুষারধস নামে। প্রায়শই এমনটা ঘটে।
केदारनाथ में गांधी सरोवर के ऊपर से आया एवलान्च, आज सुबह सबेरे सरोवर के ऊपर से एवलांच आया, किसी तरह के जानमाल का नुकसान नही। #kedarnath #Avalanche pic.twitter.com/PhGOvVw5gP
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) June 30, 2024
আরও পড়ুন: Cantonment Boards: ক্যান্টনমেন্ট এলাকা এবার পুরসভার হাতে, নির্দেশ দিল কেন্দ্র, সংঘাতের আশঙ্কা
হিমবাহ ভেঙেই বার বার তুষারধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর আগেও এমন ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে। জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের জেরে লাগাতার হিমবাহগুলি গলছে। প্রতি বছর ১৫ থেকে ২০ মিচার করে হিমবাহ গলে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। এর আগে, গত বছর মে-জুন মাসে চার-পাঁচ বার হিমবাহ গলে তুষারধস নামে।
নন্দন জানিয়েছেন, তুষারপাতের সময় প্রায়শই এমন তুষারধস নামে। তেমন ক্ষয়ক্ষতি হয় না যদিও। চলতি মাসের শুরুতেই কেদারনাথ ধামে দলে দলে পুণ্যার্থীরা ভিড় করতে শুরু করেন। ৬ জুন পর্যন্তই সেখানে ৭ লক্ষ পুণ্যার্থী পৌঁছন। এবার পুণ্যার্থীর সংখ্যা রেকর্ড গড়েছে। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, চার ধামেই ঢল নেমেছে পুণ্যার্থীদের।