BSF Vacancies: বিএসএফ-শূন্য়পদ কত? অগ্নিবীরদের জন্য বিশেষ সুবিধা? সংসদে কী জানাল কেন্দ্র?
Parliament Session: সীমান্ত সুরক্ষা বাহিনী নিয়ে এদিন সংসদে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। কী উত্তর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী?
কলকাতা: দেশের সীমান্ত সুরক্ষার ভার যাদের হাতে সেই বিএসএফ- (Border Security Forces) নিয়ে প্রশ্ন উঠল সংসদে। বর্ডার সিকিউরিটি ফোর্সে কতজন কর্মরত রয়েছেন। কত পদ ফাঁকা রয়েছে এখন-এমনই একাধিক প্রশ্ন করা হল সংসদে। তার উত্তর দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী।
কী কী প্রশ্ন:
১. দেশে সীমান্ত নিরাপত্তা বাহিনীতে এখন খালি পদের সংখ্যা কত
২. বিগত পাঁচ বছরে, বছরভিত্তিক নতুন পদ কতগুলি তৈরি হয়েছে
৩. দেশের সীমান্তবর্তী এলাকায় হিংসা বৃদ্ধি হচ্ছে, এই ঘটনার দিকে তাকিয়ে সশস্ত্র সীমা বলের কর্মী সংখ্যা বৃদ্ধি করা হবে কি?
৪. যদি সেটা হয়, তাহলে সেটা কীভাবে করা হবে
৫. যদি না হয়, তাহলে এখন যত কর্মী আছেন তাঁরা কি সীমান্তের ওপার থেকে আসা বিপদ রোখার জন্য পর্যাপ্ত?
৬. সরকার কি সীমা সুরক্ষা বল-এর মতো আধাসেনা বাহিনীতে অগ্নিবীর প্রকল্প শুরু করার ব্য়াপারে কিছু ভাবছে?
স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন-
বিএসএফে মোট ১০১৪৫টি পদ খালি রয়েছে। তার মধ্যে-
গেজেটেড অফিসার - ক্লাস এ - ৩৮৭
অধস্তন অফিসার - (এসও) - ক্লাস বি - ১৮১৬
অন্যান্য ব়্যাঙ্ক- ক্লাস সি - ৭৯৪২
গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার ৭৩৭২টি পদ সৃষ্টি করেছে- এর মধ্যে শুধু ২০২৪ সালেই ৭২১০টি পদ তৈরি হয়েছে।
কোন বছরে কত পদ তৈরি?
২০২০ - ০
২০২১ - ১০৮
২০২২ - ০
২০২৩ - ৫৪
২০২৪ - ৭২১০
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছরে বিএসএফ-এ ৫৪৭৬০ জন কর্মীকে নিয়োগ করা হবে। জানানো হয়েছে, বাহিনীর প্রয়োজন অনুযায়ী পদ তৈরি ও ক্যাডার পুনর্গঠন করা একটি চলমান প্রক্রিয়া। এখন বাহিনীতে মোট স্বীকৃত পদ ২,৬৫,৮০৮ জন। এখন বাহিনীতে রয়েছেন ২,৫৫,৬৬৩ জন। শূন্য পদ ১০,১৪৫।
সরকারের তরফে প্রাক্তন অগ্নিবীরদের বিএসএফ -এ কনস্টেবল (জিডি) পদে নিয়োগের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ১. ওই বাহিনীতে ১০ শতাংশ প্রাক্তন অগ্নিবীরদের জন্য় সংরক্ষিত থাকবে।
২. প্রাক্তন অগ্নিবীরদের জন্য় বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় থাকবে।
৩. প্রাক্তন অগ্নিবীরদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা পরীক্ষার ক্ষেত্রে ছাড় থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মৃত্যুপুরী ওয়েনাড! ২৫০ ছুঁইছুঁই মৃত্যু, মাটি সরিয়ে চলছে প্রাণের খোঁজ
Education Loan Information:
Calculate Education Loan EMI