Vande Bharat Stone Pelting: মোদির হাতে উদ্বোধন রবিবার, তার আগে বিশাখাপত্তনমে ফের আক্রান্ত ‘বন্দে ভারত এক্সপ্রেস’, এলোপাথাড়ি পাথরে ভাঙল কাচ
Vande Bharat Express: বাংলায় যেমন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে 'বন্দে ভারত এক্সপ্রেস' চলতে শুরু করেছে, তেমনই অন্ধ্রপ্রদেশেও 'বন্দে ভারত এক্সপ্রেস' এক্সপ্রেসের উদ্বোধন হওয়ার কথা।
বিশাখাপত্তনম: উদ্বোধনের আগেই বিশাখাপত্তনমে আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Stone Pelting)। সেখানেও পাথর ছুড়ে 'বন্দে ভারত এক্সপ্রেসে' হামলা চালানো হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ট্রেনটিকে স্টেশন থেকে ওয়র্ক শপ নিয়ে যাওয়ার সময়ই পাথর ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠছে।
পাথর ছুড়ে 'বন্দে ভারত এক্সপ্রেসে' হামলা ফের
বাংলায় যেমন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে 'বন্দে ভারত এক্সপ্রেস' চলতে শুরু করেছে, তেমনই অন্ধ্রপ্রদেশেও 'বন্দে ভারত এক্সপ্রেস' এক্সপ্রেসের উদ্বোধন হওয়ার কথা। সেকেন্দ্রাবাদ এবং বিশাখাপত্তনমের (Visakhapatnam) মধ্যে চলবহে ট্রেনটি। আগামী ১৫ জানুয়ারি বিশাখাপত্তনমে ট্রেনটির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তার আগে স্টেশনে নিয়ে আসার পথেই হামলার শিকার হল 'বন্দে ভারত এক্সপ্রেস' (Vande Bharat Express)।
প্রাথমিক তদন্তের পর, রেলওয়ে প্রোটেকশন গ্রুপ (RPF) জানিয়েছে, ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। তাই উদ্বোধনের আগে রক্ষণাবেক্ষণের জন্য বিশাখাপত্তনম স্টেশন থেকে মারিপালেমের ওয়র্ক শপে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই পাথকর ছুড়ে হামলা করা হয়। তাতে একটি কামরার দু'টি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইচ্ছাকৃত ভাবে উৎপাত ঘটাতেই পাথর ছোড়া হয়েছে বলে দাবি আরপিএফ-এর।
Andhra Pradesh | Stones pelted on Vande Bharat train in Visakhapatnam which will be flagged off by PM Modi on Jan 19. Incident occurred during maintenance.
— ANI (@ANI) January 11, 2023
Glass pane of a coach of Vande Bharat express was damaged near Kancharapalem, Visakhapatnam. Further probe underway: DRM pic.twitter.com/JQLrHbwyJ4
এই ঘটনায় আরপিএফ-এর সঙ্গে যৌথ ভাবে তদন্ত শুরু করেছে বিশাখাপত্তনম পুলিশ। জানা গিয়েছে, একটি জানলার কাচ ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে। অন্যটি কোনও রকমে আটকে রয়েছে জানলায়। তবে আস্ত নেই কাচ। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর।
আগেও একাধিক বার 'বন্দে ভারত এক্সপ্রেসে' হামলার ঘটনা ঘটেছে।
এর আগেও একাধিক বার 'বন্দে ভারত এক্সপ্রেসে' হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি তা নিয়ে বিতর্ক শুরু হয় বাংলাতেও। তাতে বিরোধী দলনেতা থেকে বিরোধী শিবিরের নেতারা রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সরব হন। যদিও পরে দেখা যায়, পাথর ছোড়ার একটি ঘটনা আসলে বিহারে ঘটেছে। তাতে বিরোধীদের তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যে অভিযোগ এনে ইচ্ছাকৃত ভাবে বাংলাকে বদনাম করা হচ্ছে বলে দাবি করেন তিনি।