এক্সপ্লোর
ছেলেদের পরতে হবে ধুতি-কুর্তা, মেয়েদের শাড়ি, কাশী বিশ্বনাথ মন্দিরে চালু হল ড্রেস কোড
ধুতি-কুর্তা ও শাড়ি পরলেই শুধু স্পর্শের অধিকার মিলবে, বাকিরা হবেন শুধু দর্শনের অধিকারী।

বারাণসী: বারাণসীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরে ড্রেস কোড চালু হল। এখন থেকে শিবলিঙ্গ স্পর্শ করতে গেলে ছেলেদের পরতে হবে ধুতি-কুর্তা আর মেয়েদের শাড়ি। শর্ট প্যান্ট, শার্ট, জিনস পরে গেলে দেব দর্শন করতে হবে দূর থেকে, শিবলিঙ্গ স্পর্শের অধিকার মিলবে না। বারাণসীর কমিশনার ও কাশী বিদ্বৎ পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গল আরতি থেকে বেলা ১১টার মধ্যাহ্ন ভোগের সময় পর্যন্ত ভক্তরা কাশী বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গ দর্শন ও স্পর্শ করতে পারবেন। তবে ধুতি-কুর্তা ও শাড়ি পরলেই শুধু স্পর্শের অধিকার মিলবে, বাকিরা হবেন শুধু দর্শনের অধিকারী। কাশী বিশ্বনাথের বর্তমান মন্দির নির্মাণ করেন মহারানি অহল্যা বাঈ, ১৭৮০ সালে। মহারাজা রণজিৎ সিংহ ১৮৫৩ সালে ১০০০ কেজি খাঁটি সোনা দিয়ে মন্দিরের শিখর মুড়ে দেন। ভগবান শিবের রাজধানী বলা হয় কাশীকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স




















