Vicky Katrina: 'ফির অউর কেয়া চাহিয়ে....' পড়ন্ত আলোয় একে অপরের চোখে ডুবলেন ভিক্যাট
Vicky Katrina News: সম্প্রতি নিজের ছবির প্রচারের সময় দেওয়া একাধিক সাক্ষাৎকারে তাঁর আর ক্যাটরিনার বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল
কলকাতা: সন্ধে নামছে। সমুদ্রের বুকে আকাশ লাল করে ডুবে যাচ্ছে বিকেলের সূর্য। আর নরম রোদ মেখে একে অপরের চোখে ডুবছেন দুই প্রেমিক-প্রেমিকা। ইন্ডাস্ট্রিতে আপাতত যাঁদের প্রেমের সঙ্গে কাঁঠালের আঠার তুলনা করলে অত্যুক্তি হবে না। ভিকি কৌশল (Vicky Kaushal), ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। আজ সোশ্যাল মিডিয়ায় ভিকি যে ছবি শেয়ার করে নিয়েছেন.. তার আবহে যে গানটি শোনা গেল, একেবারে উপযুক্ত কয়েকটি লাইন.. 'তু হ্যায় তো মুঝে ফির অউর কেয়া চাহিয়ে..'
সদ্য মুক্তি পেয়েছে ভিকির নতুন সিনেমা 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। সেই ছবিরই গান এটি। এই ছবিতে ভিকির বিপরীতের অভিনয় করেছেন সারা আলি খান (Sara Ali Khan)। সেই ছবিরই গান এটি। আর এই গানের অর্থই যেন ভিকি খুঁজে পেলেন তাঁর জীবনসঙ্গীর মধ্যে। ক্যাটরিনা তাঁর স্বপ্নসুন্দরী। আর সেই সুন্দরীর চোখেই ডুবলেন ভিকি। পড়ন্ত সূর্যের আলোয়, নিজের প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে ভিকি যেন খুঁজে পেলেন তাঁর শান্তির আশ্রয়।
সম্প্রতি নিজের ছবির প্রচারের সময় দেওয়া একাধিক সাক্ষাৎকারে তাঁর আর ক্যাটরিনার বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। সেখানে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, সপ্তাহের একদিন ক্যাটরিনা একেবারে ভারতীয় গৃহবধূ হয়ে ওঠেন। সেদিন তিনি, বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকে নিয়ে, হিসেবের খাতা নিয়ে বসেন। ধরে ধরে যাবতীয় সংসারের হিসেব করেন তিনি। আর সেটা পপকর্ন হাতে নিয়ে বসে উপভোগ করেন ভিকি।
নিজেদের বিয়েকে 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলেছেন ভিকি। কারণ পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা ভিকির প্রিয় খাবার পরোটা, অন্যদিকে ক্যাটরিনার পছন্দের জলখাবার প্যানকেক। তবে ভিকির মায়ের হাতের রান্না ক্যাটরিনা ভীষণ পছন্দ করেন বলেই জানিয়েছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরে ভিকি শেয়ারও করে নিয়েছিলেন ক্যাটরিনার হাতের রান্নার ছবি। বিয়ের পরে ভিকি ও তাঁর পরিবারের জন্য ক্ষীর বানিয়েছিলেন ক্যাটরিনা।
View this post on Instagram
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?
আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?