Justice Yashwant Varma: বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, স্টোররুমের মেঝেয়, দেওয়ালের তাকে থরে থরে সাজানো বান্ডিল, সামনে এল ভিডিও
Burnt Cash at Judge's House: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে হোলির রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় টাকার পাহাড়ের হদিশ মেলে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারকে ঘিরে জোর তরজা। তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে যদিও দাবি করেছেন অভিযুক্ত বিচারপতি। কিন্তু এবার তাঁর বাড়িতে মজুত টাকার পাহাড়ের ছবি ও ভিডিও সামনে এল। সুপ্রিম কোর্ট তদন্তের যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই ওই ছবি ও ভিডিওটি গোটা দেশের সামনে চলে এসেছে। আদালতের অন্তর্তদন্তে যে রিপোর্ট জমা পড়ে, ওই ছবি এবং ভিডিও তারই অংশ বলে জানা গিয়েছে। (Justice Yashwant Varma)
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে হোলির রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় টাকার পাহাড়ের হদিশ মেলে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিচারপতি যশবন্ত এবং তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। আগুন নেভাতে গিয়ে টাকার পাহাড়ের হদিশ পায় দমকল বাহিনীই। গত কয়েক দিন ধরে সেই নিয়ে উত্তাল পরিস্থিতি। বিচারপতি যশবন্ত তাঁকে বদনাম করার চেষ্টা চলছে বলে দাবি করলেও, তাঁর বাড়িতে মজুত টাকার পাহাড়ের ভিডিও সামনে আনল আদালত। (Burnt Cash at Judge's House)
বিচারপতি যশবন্তের বাংলোর স্টোররুমে টাকার পাহাড় মজুত ছিল বলে জানা যাচ্ছে। আগুন থেকে রক্ষা পায়নি ওই স্টোররুমও। যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বান্ডিল বান্ডিল টাকা পড়ে রয়েছে মেঝেতে। আগুনে কিছু বান্ডিল পুড়ে গিয়েছে। অর্ধেক পুড়ে গিয়েছে কিছু আগুন নেভাতে দমকল বাহিনীর ছোড়া জলে ভিজে গিয়েছে কিছু বান্ডিল। ছাই, কালিমাখা অবস্থাতেও পড়ে রয়েছে টাকা।
#BREAKING Video shared by Delhi Police Commissioner regarding the fire at Justice Yashwant Varma’s house, when cash currencies were discovered. pic.twitter.com/FEU50vHwME
— Live Law (@LiveLawIndia) March 22, 2025
বিচারপতি যশবন্তের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অন্তর্তদন্ত শুরু করেছে আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তার জন্য একটি কমিটিও গঠন করেছেন। বিচারপতি যশবন্তকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশও দেন তিনি। কিন্তু সেই নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। এলাহাবাদ হাইকোর্টের বার কাউন্সিল প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের আদালত কোনও 'ডাস্টবিন' নয়। এমন পরিস্থিতিতে বিচারপতি যশবন্তকে এই মুহূর্তে কোনও মামলার দায়িত্ব দেওয়া যাবে না বলে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন CJI খন্না।
বিচারপতি যশবন্ত যদিও অভিযোগ অস্বীকার করছেন। ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, "ভিডিওটির বিষয়বস্তু দেখে আমি স্তম্ভিত। ভিডিওটিতে যা দেখানো হয়েছে, তা ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে, আমাকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র এটা। " সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে ২৫ পাতার রিপোর্ট আপলোড করা হয়েছে, তারই অংশ ওই ভিডিও। দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এবং হাইকোর্টের প্রধান বিচারপতি সেই ভিডিও প্রকাশ করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
