Bidhannagar Accident : দু'দিক থেকেই ছুটে আসছে ট্রেন, আতঙ্কে রেলব্রিজ থেকে 'ঝাঁপ' ! স্বামীর সামনেই শেষ স্ত্রী
Bidhannagar Rail Accident: দুঃসাহসিকতার পরিচয় দিতে গিয়ে প্রাণ গেল মহিলার। স্বামী দেখলেন, রেল ব্রিজ থেকে গলে পড়ে গেলেন স্ত্রী। চোখের সামনে সব শেষ

জয়ন্ত পাল, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই চল রেললাইন ধরে চলাচল। ওভারব্রিজ এড়িয়ে রেললাইন পেরনোর ছবি সকলেরই খুব চেনা। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে ওভারব্রিজে না উঠে অনেকেই রেললাইনের ওপর দিয়েই পারাপার করেন। কিন্তু এবার আরও দুঃসাহসিকতার পরিচয় দিতে গিয়ে প্রাণ গেল মহিলার। স্বামী দেখলেন, রেল ব্রিজ থেকে গলে পড়ে গেলেন স্ত্রী। চোখের সামনে সব শেষ।
ঠিক কী ঘটেছিল
সাত সকালে তাড়াহুড়োর মধ্যেই বিধাননগর স্টেশনে নেমেছিলেন লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। একটু সময় বাঁচাতে এই রেল লাইন ধরেই এগোচ্ছিলেন গন্তব্যের দিকে কিন্তু পৌঁছনো আর হল না। বিধাননগর স্টেশন থেকে লেকটাউনের দক্ষিণদাঁড়ির দিকে যাওয়ার পথে ছোট একটি খালের ওপর রয়েছে রেল ব্রিজ। সেই রেলব্রিজ ধরে রেললাইন পেরোতে গিয়ে জীবনই চলে গেল। স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর। সকাল সাতটা নাগাদ বিধাননগর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন লেকটাউন দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। এভাবে এগোতে এগোতে পৌঁছে যান রেল চলাচলের ব্রিজের উপর। সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিকাশ প্রসাদ। হঠাৎ দেখেন আপ ও ডাউন, দুদিক থেকেই ট্রেন আসছে আর তিনি মাঝখানে। আতঙ্কে, প্রাণে বাঁচার তাগিদে রেলব্রিজের ফাঁক দিয়ে নিচে রাস্তায় ঝাঁপ দেন চল্লিশ বছরের ওই মহিলা।
নিচে পড়ে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। লেকটাউন থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। লাইনের ধারে পাথরের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন মহিলার স্বামীও। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
