Truong My Lan: আইনের তোয়াক্কা না করে কোটি কোটি টাকার দুর্নীতি, মহিলা টাইকুনকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ভিয়েতনাম
Vietnam Death Sentence: Van Thinh Phat ভিয়েতনামের অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা, তার চেয়ারপার্সন ৬৭ বছর বয়সি লান।
![Truong My Lan: আইনের তোয়াক্কা না করে কোটি কোটি টাকার দুর্নীতি, মহিলা টাইকুনকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ভিয়েতনাম Vietnam tycoon Truong My Lan sentenced to death by court in fraud case Truong My Lan: আইনের তোয়াক্কা না করে কোটি কোটি টাকার দুর্নীতি, মহিলা টাইকুনকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ভিয়েতনাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/b07c58fde7c37da0f634434a942adbe21712842037088338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হানয়: ভিয়েতনামে মহিলা পুঁজিপতিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। প্রায় ১২৫০ কোটি ডলারের জালিয়াতি হয়েছে বলে অভিযোগ, যা ভিয়েতনামের GDP-র বেশ কয়েক শতাংশ। সেই মামলাতেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল Van Thinh Phat সংস্থার চেয়ারপার্সন ত্রুয়ং মি লান-কে। বৃহস্পতিবার এই রায় শোনায় আদালত, যা নজিরবিহীন সিদ্ধান্ত বলে জানাচ্ছে সেদেশের সংবাদমাধ্যম। (Truong My Lan)
Van Thinh Phat ভিয়েতনামের অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা, তার চেয়ারপার্সন ৬৭ বছর বয়সি লান। ২০২২ সালেই গ্রেফতার করা হয় তাঁকে। দেশের GDP-র প্রায় ৩ শতাংশ লান জালিয়াতি করেছেন বলে অভিযোগ। দেশের ইতিহাসে এত বড় জালিয়াতির ঘটনা আগে কখনও সামনে আসেনি বলে দাবি সেদেশের সংবাদমাধ্যমের। (Vietnam Death Sentence)
অভিযোগ, ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে বেআইনি ভাবে Saigon Joint Stock Commercial Bank-এর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন লান। সরকারি আধিকারিকদের মোটা টাকা ঘুষ দিয়ে হাজারো ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচার করে দেন তিনি। আর্থিক তছরুপ, ঘুষ, ব্যাঙ্কিং আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয় লান-এর বিরুদ্ধে। সেই মামলাতেই বৃহস্পতিবার হো চি মিন সিটি-র একটি আদালত লান-কে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ১৫ দিনের মধ্যে যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন জানাতে পারেন লান-এর আইনজীবীরা।
আরও পড়ুন: Offbeat News: ৮০ চাবুকের শাস্তি পাকিস্তানে? কী কারণে এই বিরল শাস্তি সেদেশে
এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, ২০২২ সালে ভিয়েতনামের GDP যা ছিল, তার প্রায় ৩ শতাংশ জালিয়াতি করেন লান। তদন্তে নেমে তাঁর ১০০০-এরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। লান যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। বরং সহযোগীদের ঘাড়েই দায় ঠেলেছেন তিনি। গত সপ্তাহে শুনানি চলাকালীন আদালতে লান বলেন, “হতাশা থেকে আত্মহত্যার কথাও ভেবেছি আমি। নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি এত বোকা যে ওয়াকিবহাল না হওয়া সত্ত্বেও ব্যাঙ্কিং-এর উগ্র ব্যবসার পরিবেশে পা রাখলাম!”
কিন্তু আদালত লান-এর এই যুক্তি খারিজ করে দেয়। আদালত জানায়, চাতুর্যের সঙ্গে যে অপরাধমূলক ঘটনা ঘটানো হয়েছে, তার মাথায় ছিলেন লান। একটি টাকাও উদ্ধার করা যায়নি। অত্যন্ত গুরুতর মামলা এটি। শুধুমাত্র কোনও সংস্থা বা ব্যক্তিবিশেষের সঙ্গে এই মামলা জড়িয়ে নেই, দেশের মানুষের আস্থা জড়িয়ে রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)