এক্সপ্লোর
Advertisement
রানু মন্ডলের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লখনউয়ের অ্যাপ ক্যাব চালকের গলায় ‘নজর কে সামনে’ গান
৯০-এর দশকের সিনেমা ‘আশিকী’-র ‘নজর কে সামনে’ গান দারুণ জনপ্রিয় হয়েছিল। এবার লখনউয়ের এক অ্যাপ ক্যাব চালকের গাওয়া সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
নয়াদিল্লি: ৯০-এর দশকের সিনেমা ‘আশিকী’-র ‘নজর কে সামনে’ গান দারুণ জনপ্রিয় হয়েছিল। এবার লখনউয়ের এক অ্যাপ ক্যাব চালকের গাওয়া সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
এক ট্যুইটার ইউজার ওই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'লখনউয়ে উবের চালক বিনোদজীর সঙ্গে দেখা হল। তিনি খুব ভালো গায়ক। ট্যাক্সিতে চড়ার পর আমি তাঁকে আমার জন্য গান গাইতে বললাম'।
ওই ইউজার অন্যান্যদের কাছে ওই চালককে বিখ্যাত করে তোলার আর্জিও জানিয়েছেন।
উবের ইন্ডিয়া এই ট্যুইটের জবাবে লিখেছে, 'মিস্টার বিনোদ পরিচিত ড্রাইভার-পার্টনার, যিনি তাঁর মিউজিক্যাল রাইডসের জন্য আমাদের পেজে ইতিবাচক উল্লেখ পেয়ে থাকেন। তাঁর এই আবেগপূর্ণ কন্ঠস্বর যে স্বীকৃতি পাচ্ছে এবং ইন্টারনেটে শেয়ার হচ্ছে, তা জেনে খুব খুশি আমরা'।Met an @Uber_India driver Vinod ji in Lucknow. He is an amazing singer and asked to sing a song for me after finishing his ride. Aur kya chaiye. Please watch this video and make him famous. He is also having his own @YouTube @youtubemusic channel. #Lucknow #Uber pic.twitter.com/G4zu8u2531
— #SavePriyanshu (@crowngaurav) September 14, 2019
গত ১৪ সেপ্টেম্বর এই ভিডিও শেয়ার করা হয়েছিল। ৫৫ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই নয় হাজারের বেশি ভিউ হয়েছে। ইউজাররা তাঁর কন্ঠস্বরের প্রশংসা করেছেন। সিনেমায় এই গানটি গেয়েছিলেন কুমার শানু। উল্লেখ্য, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে রানু মন্ডল রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন।Mr. Vinod is one famous driver-partner who keeps on receiving positive mentions on our pages for his musical rides. We're glad to hear this #UberStar's passionate voice being recognized and shared by the good Samaritans of the internet.
— Uber India (@Uber_India) September 15, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement