Pakistan-Afghanistan Conflict: কাবুলের রাস্তায় ছুটছে সেনার ট্যাঙ্ক, পাকিস্তানের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি তালিবানের
Pakistan-Afghanistan Clash: এমন একাধিক ভিডিও সামনে এসেছে।

কাবুল: যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল ৪৮ ঘণ্টার। তার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় সেনার ট্যাঙ্ক ছুটতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তালিবান বাহিনী পাকিস্তানি সেনার থেকে ওই ট্যাঙ্ক ছিনিয়ে নিয়ে, বাজেয়াপ্ত করেছে বলে দাবি সামনে আসছে। (Pakistan-Afghanistan Clash)
এবিপি আনন্দ ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে এমন একাধিক ভিডিও সামনে এসেছে। মঙ্গলবার রাতে ‘Afghanistan under Taliban Rule’ নামের একটি হ্যান্ডল থেকে যে ভিডিও পোস্ট করা হয়, তাতে দেখা যায়, পাকিস্তানের পতাকা সম্বলিত একটি ট্যাঙ্ক এগিয়ে চলেছে তাঁর গাড়ির ঠিক সামনে। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “যুদ্ধ থেকে পাকিস্তানের ট্যাঙ্ক সঙ্গে নিয়ে ফিরছে।” (Pakistan-Afghanistan Conflict)
The person speaking in the video says that Afghan forces have seized this tank from Pakistani militias and have brought it to Afghanistan. pic.twitter.com/ksjU4etulS
— W.A. Mubariz - وکیل احمد مبارز (@WakeelMubariz) October 15, 2025
তালিবানের মুখপাত্র জবিউল্লাহ্ মুজাহিদ জানিয়েছেন, সীমান্তে পাকিস্তানের গুলির পাল্টা জবাব দিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের বহু সৈনিক মারা গিয়েছেন। পাকিস্তানের অস্ত্র, বাজেয়াপ্ত করা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সামরিক কাঠামোগুলি। পাকিস্তান যদিও তালিবানের দাবি খারিজ করে দিয়েছে। তাদের দাবি, ভিডিও-য় যে ট্যাঙ্ক দেখা গিয়েছে, তা তাদের নয়।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “ওরা কিছু ভিডিও দেখিয়ে দাবি করছে, পাকিস্তানের ট্যাঙ্ক বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ট্যাঙ্ক আমাদের বাহিনীতে নেই। কোনও ভাঙাচোরা জিনিস বিক্রয়কারীর কাছ থেকে ওরা পেয়েছে হয়ত।”
ওই ট্যাঙ্ক আসলে কাদের, তা নিয়ে ধন্দ ছড়িয়েছে এই মুহূর্তে। AI-এর সাহায্য়ে ট্যাঙ্কটি চিহ্নিত করার চেষ্টাও হয়, যাতে ওই ট্যাঙ্কটি সোভিয়েত জমানার T-55 ট্যাঙ্ক হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সোভিয়েত জমানার ট্যাঙ্ক যদিও আটের দশক থেকেই আফগানিস্তানে রয়েছে।
These are the tanks that Afghan forces have brought from Pakistani troops to Afghanistan In war by force pic.twitter.com/hSa2IJLoti
— احمد بدری (@AfghanArmy313) October 15, 2025
মাঝে বেশ কয়েক বছর শান্তি বজায় থাকলেও, সম্প্রতি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। হানাহানিতে বহু মানুষ মারা গিয়েছেন বলে খবর। শেষ পর্যন্ত বুধবার সন্ধে ৬টা নাগাদ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। পাকিস্তানের দাবি, আফগানিস্তান যুদ্ধবিরতি চেয়েছিল। আফগানিস্তানের দাবি, পাকিস্তানই থামতে চেয়ে আবেদন জানায়।
পাকিস্তানের দাবি, নিজের দেশে পাকিস্তানি তালিবানকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। কাবুলের তালিবান সরকার যদিও ইসলামাবাদের সেই অভিযোগ অস্বীকার করেছে। সেই আবহে বুধবারও কাবুলে দু’টি বিস্ফোরণ ঘটে। যদিও তালিবান সরকারের দাবি, তেলের ট্যাঙ্কার ফেটে ওই বিস্ফোরণ ঘটে কাবুলে। পাকিস্তানের দাবি, বুধবার সীমান্তে তাদের দুই পোস্টে হামলা চালায় তালিবান বাহিনী। পাল্টা আঘাতে তালিবানের ২০ জন সৈনিক মারা যান। যদিও তালিবানের দাবি, ১৫ নিরীহ নাগরিক মারা গিয়েছেন। ২৩ জন সৈনিকের মৃত্যুর কথা গত সপ্তাহে মেনেছিল পাকিস্তান।






















