Cricketer Tribute Bipin Rawat: প্রয়াত বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানালেন সচিন, বিরাট, সহবাগ, যুবরাজ
Cricketer Tribute Bipin Rawat: দেশের মতোই শোকাহত দেশের ক্রীড়াব্যক্তিত্বরাও। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বিরাট কোহলি (virat), বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, যুবরাজ সিংহ।
মুম্বই: তামিলনাড়ুতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশের মতোই শোকাহত দেশের ক্রীড়াব্যক্তিত্বরাও। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি (virat), বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, যুবরাজ সিংহ।
সচিন তাঁর সোশ্যাল মিডিয়ায় বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ''অত্যন্ত দুঃখের দিন। বিপিন রাওয়াতের দেশের জন্য সেবা একটা মেইলফলক হয়ে থাকবে।''
বিরাট কোহলি তাঁর ট্যুইটারে ঘটনায় শোক প্রকাশ করে লিখেছেন, ''মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় অসময় চলে গেলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তাঁর ও সিনিয়র আধিকারিকদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।''
এদিকে নিজের সোশ্যাল মিডিয়াতে বিপিন রাওয়াতের ছবি পোস্ট করে বীরেন্দ্র সহবাগ লিখেছেন, ''খবরটা শুনে মন খারাপ হয়ে গেল। অত্যন্ত বেদনাদায়ক। বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ১১ জন আধিকারিকের প্রতি শ্রদ্ধা। তাঁরা দেশের জন্য যা করেছে তা সেলাম জানাই। ওম শান্তি।'' যুবরাজ সিংহ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
তামিলনাড়ুতে কপ্টার-দুর্ঘটনায় মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১৩ জনের মরদেহ আজই আনা হবে দিল্লিতে। আজ সকালে ওয়েলিংটনের সামরিক হাসপাতাল থেকে সেনাবাহিনীর সুসজ্জিত ট্রাকে মরদেহ নিয়ে যাওয়া হবে কুন্নুরের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে। এখানেই জেনারেল রাওয়াত-সহ মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। ওয়েলিংটনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বায়ুসেনা প্রধান ছাড়াও উপস্থিত থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও রাজ্যপাল। এরপর বায়ুসেনার বিশেষ বিমানে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার মরদেহ নিয়ে যাওয়া হবে দিল্লিতে। আগামীকাল সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিকে, কপ্টার-দুর্ঘটনায় বিপিন রাওয়াতের (General Bipin Rawat) মৃত্যুতে শোকপ্রকাশ করেছে পেন্টাগন (Pentagon)। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ছাড়াও, শোকজ্ঞাপন করেছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব। কপ্টার-দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বিপিন রাওয়াতের রাজ্য উত্তরাখণ্ডেও (Uttarakhand) তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, রাওয়াতের মৃত্যুতে ২ দিনের কাতার সফর কাটছাঁট করে দিল্লি ফিরছেন সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট চণ্ডীপ্রসাদ মহান্তি।