Train Accident: পরপর কামরায় দাউদাউ আগুন, ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে রেল
Train Fire Incident: কীভাবে ট্রেনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়
কলকাতা: বিশাখাপত্তনমে ট্রেনের কামরায় আগুন। আজ সকালে কোরবা থেকে বিশাখাপত্তনমগামী ট্রেনের ৩টি AC কামরায় আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। কীভাবে ট্রেনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা যে ট্রেনে আগুন লেগেছে সেটি ফাঁকা ছিল। ফলে হতাহতের আশঙ্কা নেই। আগুন নিভিয়ে ফেলেন রেলকর্মীরা। সকালেই এই ঘটনা ঘটে। বাকি ট্রেনের কোনও ক্যাম্পাসে আগুন লাগেনি বলে জানিয়েছে রেল।
এএনআই সূত্রের খবর, বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ বিশাখাপত্তনম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা তিরুমালা এক্সপ্রেসের কামরায় আগুন লাগে। সেই সময় ট্রেনের কামরায় কেউ ছিলেন না। সেই কারণেই হতাহতের সংখ্যা নেই বলে জানিয়েছেন তিনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় FIR দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
#WATCH | Vishakhapatnam CP Shanka Brata Bagchi says, "At 7:30 am four bogies of the Tirumala Express which were stationary in the Vizag railway station caught fire. Fortunately, at that point of time there was no passenger inside those bogies. So there was no loss of life and no… https://t.co/T7bHjgqrYU pic.twitter.com/XUGkBPUWYn
— ANI (@ANI) August 4, 2024
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, কোরবা এক্সপ্রেসের ৩টি এসি কামরায় আগুন লেগেছিল। বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। M1, B7, B6 বগিতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই চত্বরে। দ্রুত আসেন দমকলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় নেভানো হয় আগুন। রেলের দমকলকর্মীদের চেষ্টায় নেভানো যায় আগুন। দ্রুত পদক্ষেপের কারণেই আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। কী কারণে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইদানিং পরপর রেল দুর্ঘটনার খবর সামনে আসছে। তাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও রেলের সম্পত্তি নষ্ট হয়েছে। বারবার কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আগামী ১০০ দিনে সোনার সময়! এই ৫ রাশির কপালে সাফল্যের বন্যা