Anti Waqf Protests in Murshidabad: ‘বাংলা কি নতুন কাশ্মীর’? প্রশ্ন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক, মুর্শিদাবাদ নিয়ে বললেন, ‘আগেই আঁচ করেছিলাম’
Vivek Ranjan Agnihotri: 'The Delhi Files' ছবির শ্যুটিং করতে তিনি মুর্শিদাবাদে এসেছিলেন, এবং তখনই বিপদ আঁচ করতে পেরেছিলেন বলে সোশ্য়াল মিডিয়ায় দাবি করেছেন বিবেক।

কলকাতা: ওয়াকফ বিরোধী আন্দোলন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নেমেছে যদিও, গোটা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করছে বিরোধী দলগুলি। বিজেপি বিধায়ক জ্যোতির্ময় সিংহ মাহাতো পশ্চিমবঙ্গে AFSPA জারির দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এবার মুর্শিদাবাদ নিয়ে গল চড়ালেন বলিউড পরিচালক, ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত বিবেক অগ্নিহোত্রী। বাংলা কি নতুন কাশ্মীর? প্রশ্ন তুললেন তিনি। (Anti Waqf Protests in Murshidabad)
'The Delhi Files' ছবির শ্যুটিং করতে তিনি মুর্শিদাবাদে এসেছিলেন, এবং তখনই বিপদ আঁচ করতে পেরেছিলেন বলে সোশ্য়াল মিডিয়ায় দাবি করেছেন বিবেক। তাঁর কথায়, 'বাংলা কি নতুন কাশ্মীর? মুর্শিদাবাদে যখন 'দ্য দিল্লি ফাইলস'-এর গল্পের প্রেক্ষাপট গড়ে তুলি, তখনই সেখানকার জনবিন্যাসে পরিবর্তন অনুভব করতে পারি। বুঝতে পেরেছিলাম, ওই পরিবর্তন বিরাট হিংসা ডেকে আনবে কোনও দিন। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হবে, ছবিতে ঠিক যেমন ভাবে দেখা হয়েছে? ভবিষ্যদ্বাণী'? (Vivek Ranjan Agnihotri)
Is Bengal New Kashmir?
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 12, 2025
When I set the story of #TheDelhiFiles in Murshidabad, I had a sense that demographic change could lead to massive violence someday—but I didn’t expect it to happen so quickly, and exactly as depicted it in the film. Prophetic?
pic.twitter.com/h8z9baNihB
সেখানেই থামেননি বিবেক। তাঁর বক্তব্য, 'আমাদের নতুন ছবি 'দ্য দিল্লি ফাইলস'-এর গল্প মুর্শিদাবাদ নির্ভর। ওখানে শ্যুটিং করা অসম্ভব হয়ে উঠেছিল। সরকার, পুলিশ কেউ সাহায্য় করেনি। মনে হচ্ছিল অন্য দেশে গিয়ে পড়েছি যেন। বাধ্য হয়ে মুম্বইয়ে সেট তৈরি করে শ্যুটিং সারতে হল আমাদের। জনবিন্যাসের ভারসাম্যহীনতাই আসল বিপদ'। বিবেকের কথায়, 'বাংলাকে নয়ের দশকের কাশ্মীরের সঙ্গে তুলনা করলাম কিছু কারণে, ১) সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তন, ২) লক্ষ্যনির্ভর রাজনৈতিক এবং সাম্প্রদায়িক হিংসা, ৩) মত প্রকাশের স্বাধীনতা, অভিবাসন এবং নিরাপত্তা জনিত উদ্বেগ, ৪) ছোটখাটো ঘটনা বিরাট অশান্তিতে পরিণত হওয়ার ইতিহাস, ৫) কাশ্মীরের মতো বাংলার কিছু জেলা, মুর্শিদাবাদ বা উত্তর ২৪ পরগনায় নজরদারিহীন অভিবাসন, জনবিন্যাসের পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ, চরমপন্থা, পরিচয়ের রাজনীতি। বাংলা এখনও কাশ্মীর হয়নি, কিন্তু আমার আশঙ্কা, গুরুত্ব না দিলে একই পরিস্থিতি তৈরি হবে: গণপ্রস্থান, দমন, দীর্ঘমেয়াদী অশান্তি'।
IMPORTANT:
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 12, 2025
IS BENGAL BECOMING NEW KASHMIR?
The reason I compare Bengal to Kashmir of 1990s is for the following reasons:
1. Demographic shifts in border areas
2. Targeted political or communal violence
3. Concerns over freedom of expression, migration, and security
4.… https://t.co/N9Yfu1gNMO
পর পর পোস্টে বিবেক আরও লেখেন, 'চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, গুরুদেব (রবীন্দ্রনাথ) ঠাকুর, সুভাষচন্দ্র বসু...নবজাগরণের ভূমি...বাংলা কি নতুন কাশ্মীর'?চলতি বছরের ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে বিবেকের ছবি 'The Delhi Files: The Bengal Chapter'। 'The Delhi Files'-কে দু'টি ভাগে ভাগ করেছেন বিবেক, যার প্রথম অংশ 'The Bengal Chapter'. ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গাকে ছবিতে প্রেক্ষাপট বানিয়েছেন বিবেক।
এমনিতেই বিবেকের ছবি ঘিরে বরাবর বিতর্ক। তিনি বিশেষ একটি রাজনৈতিক শিবিরের অংশ এবং তাঁর ছবি তাঁদের মেরুকরণ ও বিভাজনের রাজনীতিকেই ফুটিয়ে তোলে বলে অভিযোগ রয়েছে। এমনকি ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগও রয়েছে বিবেকের বিরুদ্ধে। সেই বিবেকই এবার মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে সরব হলেন। তবে প্রত্যেকটি পোস্টেই নিজের ছবির কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। ছবি কবে মুক্তি পাচ্ছে, তারও উল্লেখ করেছেন। এর আগে, আর জি কর কাণ্ডের সময় বিজেপি-র মিছিলেও তাঁকে দেখা গিয়েছিল। সেই নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।






















