Jobs And Recruitments: ভাইজ্যাগ স্টিল প্ল্যান্টে শিক্ষানবিশ নিয়োগ, কারা আবেদন করতে পারবেন? শূন্যপদ কত?
Vizag Steel Plant: রাষ্ট্রীয় ইস্পাত ইগম লিমিটেডের ওয়েবসাইটে আবেদন করতে হবে যোগ্য প্রার্থীদের। তারও আগে NATS ওয়েবসাইট (www.mhrdnats.gov.in)- এখানে গিয়ে প্রার্থীদের নিজেদের নাম এনরোল করতে হবে।
Jobs And Recruitments: রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) -ভাইজ্যাগ স্টিল প্ল্যান্টে (Vizag Steel Plant) নিয়োগ করা হবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপতি। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ভাইজ্যাগ স্টিল প্ল্যান্টের অফিশিয়াল ওয়েবসাইট vizagsteel.com- এ গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। ৩১ জুলাই পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন যোগ্য প্রার্থীরা। মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক এবং Technician Apprenticeship Trainee- দের নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা পাশ করেছেন এমন প্রার্থীরা- ২০২১/২০২২/২০২৩ সালে উত্তীর্ণ হয়েছেন যাঁরা, তাঁরাই আবেদন করতে পারবেন।
কোথায় কত শূন্যপদ
B.E/B.TECH branch: ২০০টি শূন্যপদ
Diploma branch: ৫০টি শূন্যপদ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা
MHRD NATS- এই পোর্টালে (www.mhrdnats.gov.in) যাঁরা নথিভুক্ত রয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন। এই পোর্টালে নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এই পোর্টালে নথিভুক্ত না থাকলে আবেদন করা যাবে না। এর পাশাপাশি যাঁরা ২০২১/২০২২/২০২৩ সালে ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা পাশ করেছেন, এমন প্রার্থীরা ভাইজ্যাগ স্টিল প্ল্যান্টের চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও জানা গিয়েছে Graduate(Engineering) Apprentices- রা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অথবা প্রযুক্তিতে ডিগ্রি থাকতে হবে এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে যা একটি Statutory University। অন্যদিকে, Technician (Diploma) Apprentices-রাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি পেতে হবে যা একটি রাজ্য সরকার স্বীকৃত স্টেট কাউন্সিল বা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা প্রদত্ত হবে।
কত টাকা বৃত্তি পাবেন ট্রেনিরা
Engineering Graduates (GAT)-রা প্রতি মাসে পাবেন ৯০০০ টাকা।
Diploma Engineering (TAT)-রা প্রতি মাসে পাবেন ৮০০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীরা যা নম্বর পেয়েছেন তাঁর ভিত্তিতে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে তাঁদের। যে বিষয়ে এবং বিভাগে এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা গ্র্যাজুয়েট এই দুই বিভাগে পড়াশোনা করে যাঁরা যত শতাংশ নম্বর পেয়েছেন তার ভিত্তিতেই হবে ব্যক্তিগত ইন্টারভিউ।
কীভাবে আবেদন করবেন
রাষ্ট্রীয় ইস্পাত ইগম লিমিটেডের ওয়েবসাইটে আবেদন করতে হবে যোগ্য প্রার্থীদের। তারও আগে NATS ওয়েবসাইট (www.mhrdnats.gov.in)- এখানে গিয়ে প্রার্থীদের নিজেদের নাম এনরোল করতে হবে। এই রেজিস্টার বা এনরোল পদ্ধতি মিটে গেলে উল্লিখিত প্রার্থীরাি কেবলমাত্র MHRD NATS ওয়েব পোর্টালে বিস্তারিত নোটিফিকেশন থেকে প্রাপ্ত গুগল ফর্ম ফিলআপের সুযোগ পাবেন। অর্থাৎ যাঁদের নাম আগে NATS- এর অফিশিয়াল ওয়েবসাইটে এনরোল বা রেজিস্টার হবে তাঁরাই মূল ফর্ম পূরণের সুযোগ পাবেন।
আরও পড়ুন- ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, কোন ব্যাঙ্কে হচ্ছে নিয়োগ? শূন্যপদই বা কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI