(Source: ECI/ABP News/ABP Majha)
Jobs in Bank: ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, কোন ব্যাঙ্কে হচ্ছে নিয়োগ? শূন্যপদই বা কত?
Jobs and Recruitment: যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। যাঁরা পরীক্ষায় সফল হবেন তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
Jobs in Bank: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে (Bank of Maharashtra) চাকরির সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ব্যাঙ্কের তরফে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর অফিশিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.in- এ গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ২৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। জানা গিয়েছে, মোট ৪০০টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। অফিসার স্কেল ২ এবং অফিসার স্কেল ৩- এই দুই পদে নিয়োগ হবে।
কোথায় কত শূন্যপদ
মোট শূন্যপদ- ৪০০
অফিসার ইন স্কেল ২- ৩০০
অফিসার ইন স্কেল ৩- ১০০
আবেদনকারীদের যোগ্যতা
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে অফিসার ইন স্কেল ২ এবং অফিসার ইন স্কেল ৩- এর শূন্যপদের জন্য যাঁরা আবেদন জানাবেন তাদের ব্যাচেলর ডিগ্রিতে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রতি সেমিস্টার বা প্রতি বছরে এই শতাংশের নম্বর থাকা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে আবেদনকারীদের।
বয়সসীমা
অফিসার ইন স্কেল ৩- এর জন্য বয়সসীমা ২৫ থেকে ৩৮ বছর
অফিসার ইন স্কেল ২- এর জন্য বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর
নির্বাচন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। যাঁরা পরীক্ষায় সফল হবেন তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অনলাইন পরীক্ষা হবে ১৫০ নম্বরের। আর ইন্টারভিউ হবে ১০০ নম্বরের। অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং চূড়ান্ত নির্বাচন অর্থাৎ ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে নূন্যতম কাট অফ মার্কস থাকবে ৫০ শতাংশ (UR/EWS- দের জন্য)। এই পরিমাণ ৪৫ শতাংশ হবে SC/ ST/ OBC/ PwBD- দের জন্য।
অ্যাপ্লিকেশন ফি
UR/EWS এবং OBC ক্যাটেগরির জন্য ১১৮০ টাকা
SC/ST/ PwBD ক্যাটেগরির জন্য ১১৮ টাকা
একবার টাকা দেওয়া হয়ে গেলে রিফান্ড পাওয়া যাবে না। অনলাইন মাধ্যমেই টাকা দেওয়া যাবে। বাকি বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিশিয়াল ওয়েবসাইটে।
সেন্ট্রাল ব্যাঙ্কেও নিয়োগ করা হবে
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় Manager Scale II (Mainstream) পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে নোটিফিকেশন। ইতিমধ্যেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in- এ গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে পরীক্ষা। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার স্কেল ২ (মেনস্ট্রিম)- এর ক্ষেত্রে ১০০০ শূন্যপদে নিয়োগ করা হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI