Vrindavan Temple Dress Code: 'পবিত্রতা, মর্যাদার প্রশ্ন জড়িয়ে', বৃন্দাবনের মন্দিরে কড়া পোশাকবিধি, ছেঁড়া জিনস, স্কার্ট, বেল্ট নিষিদ্ধ
Temple Dress Code: নববর্ষে মন্দিরে ভক্তদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগে নির্দেশিকা জারি করেছেন ঠাকুর বাঁকেবিহারি মন্দির কর্তৃপক্ষ।

লখনউ: পুরীর জগন্নাথ মন্দিরের পর এবার বৃন্দাবনের ঠাকুর বাঁকেবিহারি মন্দির। 'অশালীন পোশাক' পরে মন্দিরে ঢোকায় নিষিদ্ধ জারি করল তারা। মন্দির চত্বরে 'অশালীন পোশাক' পরে ঢোকা যাবে না বলে জানানো হল। 'অশালীন পোশাক' হিসেবে চিহ্নিত করা হয়েছে শর্ট স্কার্ট, ছেঁড়া জিনস, হাফ প্যান্ট এবং নাইট স্যুটকে। বলা হয়েছে, চামড়ার বেল্ট পরেও ঢোকা যাবে না মন্দিরে। (Temple Dress Code)
নববর্ষে মন্দিরে ভক্তদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগে নির্দেশিকা জারি করেছেন ঠাকুর বাঁকেবিহারি মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের সাফ বক্তব্য, "শর্ট স্কার্ট, ছেঁড়া জিনস, হাফ প্যান্ট, নাইট স্যুট মন্দিরের ঢোকার জন্য উপযুক্ত পোশাক নয়। এতে মন্দিরের পবিত্রতা, মর্যাদা ক্ষুণ্ণ হয়।" (Vrindavan Temple Dress Code)
সংবাদমাধ্যমে এ নিয়ে বিবৃতি দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি, ব্যানারও টাঙানো হয়েছে জায়গায় দজায়গায়। বিশেষ করে মন্দিরগামী রাস্তা জুড়ে রয়েছে পোশাকবিধির ব্যানার। দেশের সংস্কৃতির মর্যাদারক্ষার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্দিরের ম্যানেজার মুনীশ শর্মা।
मेरा देश बदल रहा हैं
— Tiger Raja Satire (@TigerRajaSinggh) December 20, 2024
सनातन संस्कृती प्रति जागरूक हो रहा है 🔥
वृंदावन श्री बांके बिहारी मंदिर में केवल भारतीय पारंपरिक वस्त्र पहनकर ही मंदिर में प्रवेश मिलेगा
अर्ध वस्त्र पहनने वालों के प्रवेश पर प्रतिबंध लगा दिया है
हर मंदिर में ये नियम बंधनकारक हो
जय श्री राधे कृष्ण 🚩 pic.twitter.com/f8xmqYwCHY
মুনীশের বক্তব্য, "কিছু ক্ষেত্রে দেখেছি পুণ্যার্থীরা, বিশেষ করে ভিন রাজ্যের পুণ্যার্থীরা যেমন তেমন পোশাক পরে মন্দিরে চলে আসেন। জিনস, টিশার্ট পরেও আসেন অনেকে। এমন পোশাক পরে আসা মন্দিরের সংস্কৃতির সঙ্গে ঠিক খাপ খায় না।"
প্রতিবছর ঠাকুর বাঁকেবিহারি মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। দেশের বিভিন্ন রাজ্য থেকে তো বটেই, বিদেশ থেকেও দলে দলে পুণ্যার্থীরা ভিড় করেন। মন্দির পরিক্রমা থেকে কীর্তনে অংশ নেন তাঁরা। দর্শন করেন ঠাকুর বাঁকেবিহারিকে। তার আগে বিবৃতিতে বলা হয়েছে, মন্দির একটি ধর্মস্থান, কোনও পর্যটন কেন্দ্র নয়। রুচিশীল পোশাক পরে মন্দিরে আসা কাম্য।
এর আগে, পুরীর জগন্নাথ মন্দিরেও আদর্শ পোশাক বিধি বেঁধে দেওয়া হয়। হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিনস, স্কার্ট, হাতকাটা পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না বলে জানিয়ে দেন মন্দির কর্তৃপক্ষ। পুলিশকেও সেই মতো নির্দেশ দেওয়া হয়। মধ্যপ্রদেশের কালিকা মন্দিরেও একই নির্দেশিকা জারি হয় সম্প্রতি। পশ্চিমি পোশাক, হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। বলা হয়, পশ্চিমি পোশাক পরে মন্দিরে ঢোকার অর্থ ভারতের সংস্কৃতি এবং সনাতন ধর্মের উপর হামলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
