Yogi Adityanath:'ডান্ডাই একমাত্র সমাধান! দাঙ্গাকারীদের স্বাধীনতা দিচ্ছেন মমতা', তোপ যোগীর
Yogi on Mamata Banerjee Waqf Protest: মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

নয়া দিল্লি: ওয়াকফ ইস্যুতে উত্তাল মুর্শিদাবাদ। প্রাণ গেছে ৩ জনের। আতঙ্কে ভিটেমাটি ছেড়ে কাউকে আশ্রয় নিতে হয়েছে ভিন জেলা মালদায়, কারও ঠাঁই হয়েছে ভিন রাজ্য ঝাড়খণ্ডে। আর যে পরিবারগুলো বাড়িতে রয়েছে, তাঁদেরও তাড়া করছে আতঙ্ক।
মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে অশান্তি চলছে, সে বিষয়ে যোগী বলেন, বাংলা জ্বলছে। মুখ্যমন্ত্রী নীরব বসে রয়েছেন। যারা দাঙ্গা বাধায়, তাদের এক এবং একমাত্র দাওয়াই হল ডান্ডা। যোগী আরও বলেছেন যে লাঠিই দাঙ্গাকারীদের একমাত্র চিকিৎসা, কারণ বোঝাতে গিয়ে তিনি হিন্দি প্রবাদ তুলে বলেছেন, "লাথো কা ভূত বাতো সে কাঁহা মাননেওয়ালা হ্যায়"।
মুর্শিদাবাদে অশান্তি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে যোগী বলেন, 'ধর্মনিরপেক্ষতার নাম করে দাঙ্গাবাজ লোকেদের অশান্তি করার পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। গোটা গত সপ্তাহ ধরে মুর্শিদাবাদের সর্বত্র হিংসার আগুন জ্বলেছে। কিন্তু রাজ্য সরকার নীরব থেকেছে। এধরনের অরাজকতায় রাশ টানা উচিত।
মুর্শিদাবাদের অশান্তি নিয়ে ইন্ডিয়া জোটসঙ্গী কংগ্রেস এবং সমাজবাদি পার্টি চুপ কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন যোগী। বাংলাদেশের অশান্তি নিয়েও মুখ খোলেন আদিত্যনাথ। বলেন, "তারা হুমকির পর হুমকি দিচ্ছে। ওরা (কংগ্রেস এবং সমাজবাদি পার্টি) নির্লজ্জভাবে বাংলাদেশের অশান্তিকে সমর্থন করে গিয়েছে। বাংলাদেশকে যদি এতই পছন্দ করেন, তাহলে ওখানেই চলে যান না। ভারতের বোঝা বাড়াচ্ছেন কেন?"
ওয়াকফ সংশোধনী আইন পাসের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানান যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, "ওয়াকফ থেকে যে জমি আসবে তাতে হাসপাতাল গড়া হবে, গরিবদের ঘর হবে, বহুতল হবে, স্কুল-বিশ্ববিদ্যালয় গড়া হবে। কিন্তু জমিতে কেউ বেদখল করে মাফিয়ারাজ করতে পারবেন না। আর তাতেই বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন করেছেন, "গুজবে কান দেবেন না। শান্তি বজায় রাখুন।" তবে মুর্শিদাবাদের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।






















