WB Election 2021 : কাল ষষ্ঠ দফায় 'খেলা' ৪৩ আসনে, দেখে নিন নজরকাড়া কেন্দ্রগুলি
কোভিড আবহে কাল ষষ্ঠ দফায় ভোট। রাজ্যের চার জেলায় ৪৩টি আসনে হবে ভোটগ্রহণ।
কলকাতা : 'খেলা' এবার ষষ্ঠ দফায়। কোভিড আবহে সভা-সমাবেশে অনেক কাটছাঁট করেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে আগামীকাল রাজ্যের চার জেলায় ৪৩টি আসনে ভোট। ২৭ জন মহিলা সহ মোট ৩০৬ জন প্রার্থী ভাগ্য পরীক্ষায় বসছেন। এই দফায় একাধিক নজরকাড়া কেন্দ্র রয়েছে।
আগামীকাল ষষ্ঠ দফায় ভোট রয়েছে উত্তর দিনাজপুর জেলার ৯টি আসনে, পূর্ব বর্ধমানের ৮টি, নদিয়ার ৯টি এবং উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে।
এই দফায় ভোট দেবেন ১.০৩ কোটি ভোটার । এর মধ্যে ৫০.৬৫ লাখ মহিলা ভোটার, তৃতীয় লিঙ্গের ২৫৬ জন। ১৪ হাজার ৪৮০টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ।
ষষ্ঠ দফায় অন্যতম হেভিওয়েট প্রার্থী রয়েছেন মুকুল রায়। বিজেপি তাঁকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে দাঁড় করিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেস প্রার্থী রয়েছেন সিলভি সাহা।
তৃণমূলের হেভিওয়েট প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রার্থী হয়েছেন দমদম উত্তর কেন্দ্রে। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং বিজেপির অর্চনা মজুমদার।
এই দফয় অপর একটি নজরকাড়া কেন্দ্র হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এখানে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। কংগ্রেস প্রার্থী রয়েছেন বিদায়ী বিধায়ক মোহিত সেনগুপ্ত। ২০১১ সাল থেকে তিনি এই এলাকার বিধায়ক। বিজেপি এখানে প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে।
অন্যদিকে গোয়ালপোখর কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির গোলাম সারওয়ার এবং কংগ্রেসের মাসুদ নাসিম এহসান।
নজরকাড়া কেন্দ্রের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ। এখানে তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী স্বপন দেবনাথ। কংগ্রেস দাঁড় করিয়েছে অভিজিৎ ভট্টাচার্যকে। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজীব কুমার ভৌমিক।
উত্তর ২৪ পরগনার হাবড়া কেন্দ্রেও লড়াই হবে সেয়ানে-সেয়ানে। এখানে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিপক্ষে বিজেপি প্রার্থী করেছে রাহুল সিনহাকে। এবং সিপিএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাস।
এছাড়া এই দফায় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূলের টিকিটে ব্যারাকপুর আসনে লড়ছেন।