Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়বে কলকাতার তাপমাত্রা
কাল থেকে গুমোট গরম, বজায় থাকবে অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াস নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে উত্তরপ্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে তাপমাত্রা। সকাল থেকে গুমোট গরম, বজায় থাকবে অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কলকাতায় পারদ সামান্য নেমেছিল। গত ২৪ ঘণ্টায় তা ক্রমশ ঊর্ধ্বমুখী। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রিরও বেশি বাড়ার সম্ভাবনা। জানিয়েছে আবহাওয়া দফতর।
ইয়াস এখন শুধুই নিম্নচাপ। যার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও অব্যাহত বৃষ্টি। কখনও ঝিমঝিম করে, খনও মুষলধারে। জমা জলের যন্ত্রণা অব্যাহত একাধিক জেলাতে।গতকাল আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়, নিম্নচাপটি ঝাড়খণ্ড পেরিয়ে এখন বিহার ও পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় মালদা সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেয়। অন্যদিকে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে উন্নতি হয়েছে আবহারওয়ার। তবে আবহাওয়া দফতর জানিয়েছে বাড়বে গরম, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।