Corona Guideline: করোনা মোকাবিলায় কামারহাটি পুরসভাতে আংশিক সময় বাজার বন্ধের নির্দেশ
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কামারহাটি পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। পরশুদিনেই ১৬০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। কামারহাটি পুরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা সহ বিদায়ী কাউন্সিলরদের কয়েকজন করোনা আক্রান্ত।
উত্তর ২৪ পরগনা: করোনা পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আংশিক সময় বাজার বন্ধের সিদ্ধান্ত পুরসভার। আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ৩টে থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সব বাজার, দোকানপাট, শপিংমল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলে পুরসভা সূত্রে দাবি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কামারহাটি পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। পরশুদিনেই ১৬০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। কামারহাটি পুরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা সহ বিদায়ী কাউন্সিলরদের কয়েকজন করোনা আক্রান্ত। এই অবস্থায় গতকাল ভার্চুয়াল বৈঠক করেন প্রশাসক মণ্ডলীর সদস্যরা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ৩টে থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সব বাজার, দোকান, রেস্তরাঁ, শপিং মল বন্ধ রাখার। ছাড় দেওয়া হবে শুধু দুধ ও ওষুধের দোকানকে।
মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম মানা না হলে পুরসভা ও বেলঘরিয়া থানার পুলিশ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। পুরসভার বিভিন্ন এলাকা ও ১২টি বাজারে নজরদারি চালানো হবে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে কলকাতার পরই, রাজ্যে দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের, সোমবারের বুলেটিন অনুযায়ী, একদিনে, এই জেলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৪২৫। মৃত্যু হয়েছে ১১ জনের। জেলায় মোট সংক্রমণ দেড় লক্ষ পেরিয়ে এবার দুই লক্ষের পথে। মৃত্যু মিছিলও আড়াই হাজার পেরিয়ে গেছে।
উল্লেখ্য, গতকালই কামারহাটির পার্শ্ববর্তী বরানগর পুরসভাতেও এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।করোনা সংক্রমণ ও মৃত্যুতে কলকাতার পরই, রাজ্যে দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের, সোমবারের বুলেটিন অনুযায়ী, একদিনে, এই জেলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৪২৫। মৃত্যু হয়েছে ১১ জনের। জেলায় মোট সংক্রমণ দেড় লক্ষ পেরিয়ে এবার দুই লক্ষের পথে। মৃত্যু মিছিলও আড়াই হাজার পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে সোমবার রাতে, বৈঠকে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা, বরানগর পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বরানগরে বাজার ও সংলগ্ন এলাকায় আংশিক নিয়ন্ত্রণ চলবে। আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না।