WB Corona Cases: রাজ্য়ে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ, ১ দিনে মৃত্যু ১২ জনের
এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৮,৫৬৩ জন
কলকাতা: এক লাফে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৭৩ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭০৫। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৮,৫৬৩ জন। বুলেটিন অনুযায়ী ১৫ অগাস্ট তারিখে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০,০৩০ জন যা গতকালের তুলনায় ৩৮ জন কম।
এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। গতকাল সংখ্যাটি ছিল ১৫ জন। আজ যা খানিকটা কমেছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৮,৩০৩ জনের, গতকালের হিসেবে ৪৮ জন কম। একই সঙ্গে সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭০৯ জন। বুলেটিনের হিসেব অনুযায়ী শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন মোট ১৫,১০,২৩০ জন।
উল্লেখ্য, করোনা আবহে রাজ্যে ভ্যাকসিন হয়রানি অব্যাহত। গতমাসে প্রায় ৪২ লক্ষ ডোজ এসেছিল রাজ্যে। তবে ঘাটতি মেটেনি। ১৪ অগাস্ট ফের রাজ্যে এসেছে ৭ লক্ষ ২ হাজার ১৭০টি কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে আজই মোট ৭ লক্ষ ২ হাজার ১৭০টি ডোজ এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে বাগবাজার সেন্ট্রাল স্টোরেই আপাতত রাখা হবে।
গত ৯ অগাস্ট রাজ্যে এসেছিল কোভিশিল্ড ভ্যাকসিন। বিকেল ৪টে ২৫ নাগাদ পুনে থেকে ইন্ডিগো বিমানে করে ভ্যাকসিন এসে পৌঁছয় কলকাতা বিমান বন্দরে। সেখান থেকেই রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বাগবাজার স্টোরে নিয়ে যায় ভ্যাকসিনগুলি। কয়েকদিন আগেই রাজ্যে এসেছিল আরও ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড, ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ। কলকাতা পুরসভা, দঃ ২৪ পরগনা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ভ্যাকসিন বণ্টন করা হবে বলে জানান হয়েছিল।
পাশাপাশি দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জন।একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ২২৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৯২ হাজার ৫৭৬।
অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬। করোনাকে জয় করে ৩৭ হাজার ৯২৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ৫৪ হাজার ৪৫ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬৭ লক্ষ ১৩ হাজার ৬৩২।