WB Corona Cases: রাজ্যে ১ দিনে করোনায় মৃত্যু ১০৭ জনের, যদিও কমছে দৈনিক সংক্রমণ
সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগণা।
কলকাতা: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের কমলেও মৃত্যু শতাধিক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ হাজারের সামান্য বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১০৭ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সংক্রমণ নামল ১০ শতাংশের নীচে। তবে সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগণা।
রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭,০০২ জন। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,২৬,১৩২ জনে। ৬ জুনের হিসেবে রাজ্যে কোভিড অ্যাকটিভ কেস, ৩৫,৪৫৪ জন।
গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছিল ৭,৬৮২ জন। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছিল ওই সময় পর্বে।
রবিবার সন্ধেয় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ১,৪৩৪। অন্যদিকে, কলকাতায় আরও ৬৪৫ জন সংক্রমিত হয়েছেন।
তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু বেড়ে হয়েছে ৩৪। কলকাতায় ২৩ জন মারা গিয়েছেন। এ ছাড়া, হাওড়া এবং পূর্ব বর্ধমানে ৬ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। নদিয়ায় ৫, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ৪ জন করে আক্রান্ত মারা গিয়েছেন।
৮ এপ্রিলের পর থেকে এটাই সবচেয়ে কম। উত্তর ২৪ পরগনা এবং কলকাতা ছাড়াও জলপাইগুড়ি ৫৪৩জন, নদিয়ায় ৪৯১ জন,পূর্ব মেদিনীপুরে ৪৭৫জন, হুগলিতে ৪৩০ সংক্রমিত। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১৪ লক্ষ ২৬ হাজার ১৩২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও অন্যদিকে রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আরজি কর ও এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৬ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে।
ভর্তি রয়েছেন ৩ জন সন্দেহভাজন রোগীও। কয়েক দিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে রাজ্যে। এই ছবি কিছুটা স্বস্তি দিলেও, একইসঙ্গে চিন্তা বাড়াচ্ছে মিউকরমাইকোসিস। গোটা রাজ্যে ক্রমেই জাল ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।
স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত ৩০ জন। সন্দেহভাজন ৭০ জন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।